ছুয়ান হংছান (চীনা: 全红婵; জন্ম: ২৮ মার্চ ২০০৭) হলেন একজন চীনা ডাইভার, যিনি মূলত চীনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার ১০ মিটার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

ছুয়ান হংছান
২০২৩ সালে হংছান
ব্যক্তিগত তথ্য
জন্ম (2007-03-28) ২৮ মার্চ ২০০৭ (বয়স ১৭)[]
কুয়াংদং, চীন
উচ্চতা১.৫০ মিটার (৪ ফুট ১১ ইঞ্চি)
ওজন৩৯ কিলোগ্রাম (৮৬ পা)
ক্রীড়া
দেশচীন
ক্রীড়াজলে ঝাঁপ
বিভাগ১০ মিটার

হংছান চীনের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ৩টি স্বর্ণ পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ছুয়ান হংছান ২০০৭ সালের ২৮শে মার্চ তারিখে চীনের কুয়াংদংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

সম্পাদনা

হংছান চীনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ডাইভিংয়ের মহিলাদের ১০ মিটার প্লাটফর্ম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] প্রতিযোগিতাটির প্রাথমিক পর্বে তিনি ৪২১.২৫ পয়েন্ট নিয়ে ১ম স্থান অধিকার করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন।[] অতঃপর সেমি-ফাইনালে সকল ঝাঁপ শেষে ৪২১.০৫ পয়েন্ট অর্জন করেছেন, যার ফলে তিনি ১ম স্থান অর্জন করে ফাইনালের জন্য উত্তীর্ণ হয়েছিলেন।[] ফাইনালে হংছান ৬টি ঝাঁপে সর্বমোট ৪২৫.৬০ পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Women's 10 metre platform – Entry List by Event" [মহিলাদের ১০ মিটার প্লাটফর্ম – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  2. "QUAN Hongchan" [ছুয়ান হংছান]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  3. "Women's 10 metre platform – Preliminary – Detailed Results" [মহিলাদের ১০ মিটার প্লাটফর্ম – প্রাথমিক পর্ব – বিস্তারিত ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  4. "Women's 10 metre platform – Semifinal – Detailed Results" [মহিলাদের ১০ মিটার প্লাটফর্ম – সেমি-ফাইনাল – বিস্তারিত ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  5. "Women's 10 metre platform – Final – Detailed Results" [মহিলাদের ১০ মিটার প্লাটফর্ম – ফাইনাল – বিস্তারিত ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  6. "Women's 10 metre platform – Medallists" [মহিলাদের ১০ মিটার প্লাটফর্ম – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা