ছুতোর

(ছুতার থেকে পুনর্নির্দেশিত)

ছুতোর বা ছুতার বঙ্গ অঞ্চলের একটি পেশাজীবি শ্রেনীর নাম। ছুতোররা কাঠ মিস্ত্রি নামেও পরিচিত, অর্থাৎ এরা কাঠের কাজ করে। ছুতোর বা কাঠ মিস্ত্রি শব্দের ইংরেজি Carpenter। সংস্কৃত সূত্রধর শব্দ থেকে ছুতোর শব্দটির উত্তপত্তি।[১] বর্ণাশ্রয়ী হিন্দু সমাজ ব্যবস্থায় যে জনগোষ্ঠী কাঠের কাজ করে জীবিকা নিবার্হ করতো তাদের সূত্রধর বা ছুতোর বলা হতো। একটি হিন্দু জাতি বিশেষের পদবি হিসেবেও সূত্রধর শব্দটি ব্যবহার করা হয়।

ভারতের একটি গ্রামের ছুতোর বা কাঠমিস্ত্রিরা কাজ করছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. সংসদ বাংলা অভিধান।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]