ছিতা বিনতে ফাহাদ আল দামির

সৌদি রাজ পরিবারের সদস্য

ছিতা বিনতে ফাহাদ আল দামির (২৫ জুন, ১৯২২-২৫ ডিসেম্বর, ২০১২) ছিলেন সৌদি আরবের রাজ পরিবারের একজন সদস্য এবং বাদশাহ খালিদের স্ত্রীদের একজন।

ছিতা বিনতে ফাহাদ
জন্ম(১৯২২-০৬-২৫)২৫ জুন ১৯২২
মৃত্যু২৫ ডিসেম্বর ২০১২(2012-12-25) (বয়স ৯০)
রিয়াদ
দাম্পত্য সঙ্গীখালিদ বিন আবদুল আজিজ
বংশধরপ্রিন্স ফয়সাল
প্রিন্সেস মাওদি
পূর্ণ নাম
ছিতা বিনতে ফাহাদ আল দামির
রাজবংশহাউজ অফ সৌদ (বিবাহসূত্রে)
পিতাফাহাদ আল দামির
ধর্মIslam

প্রথম জীবন সম্পাদনা

ছিতা বিনতে ফাহাদ আল বাদিয়ার উজমান গোত্রের একজন সদস্য। তিনি ১৯২২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ওয়াসমিয়া আল দামীরের ভ্রাতুষ্পুত্রী। ওয়াসমিয়া আল দামীর হলেন আব্দুল্লাহ বিন জিলুভির স্ত্রী।[১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ছিতা বিনতে ফাহাদ আল দামির সৌদি বাদশাহ খালিদকে বিয়ে করেন।[২] তাদের দুইজন সন্তান জন্মগ্রহণ করেন। একজন ছেলে এবং অন্যজন মেয়ে। তার ছেলে প্রিন্স ফয়সাল,[৩][৪] এবং মেয়ে প্রিন্সেস মাউদি।[৫][৬]

মরণ সম্পাদনা

ছিতা বিনতে ফাহাদ আল দামির ২০১২ সালের ২৫ ডিসেম্বর ৯০ বছর বয়সে রিয়াদে মারা যান।[৭] ২৬ ডিসেম্বর, ২০১২ সালে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেদিন আসরের নামাজের পর তখনকার যুবরাজ সালমান বিন আব্দুল আজিজের উপস্থিতে ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজাহর নামাজের ইমামতি করেন আব্দুল আজিজ আশ শেখ। [৮][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wasmiyah al Damir Biography"Datarabia। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  2. Jennifer S. Uglow; Maggy Hendry (১৯৯৯)। The Northeastern Dictionary of Women's Biography। Macmillan Publishers। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  3. "Princess Seeta passes away"Arab News। ২৬ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  4. "Prince Faisal bin Khalid Receives Condolers on the Death of his mother"Saudi Business News। ২৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৩ 
  5. "Breakthrough in Saudi Arabia: women allowed in parliament"Al Arabiya। ১১ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩ 
  6. "Princess Moudi bint Khalid"Who's Who Arab Women। ১৮ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩ 
  7. "Death of Princess Sita bint Fahd"Saudi Press Agency। ২৫ ডিসেম্বর ২০১২। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১২ 
  8. "Crown prince attends funerals of Prince Turki, Princess Seeta"Arab News। ২৭ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১২ 
  9. "Funeral prayers for Turki bin Sultan"Saudi Gazette। ২৭ ডিসেম্বর ২০১২। ৩ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৩