ছিট কাওয়া

নিমফ্যালিডি পরিবারের প্রজাপতি

ছিট কাওয়া[১](বৈজ্ঞানিক নাম: Euploea midamus (Linnaeus)) প্রজাতি নিমফ্যালিডি (Nymphalidae) গোত্র ও 'ডানায়িনি' (Danainae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত মাঝারীর চেয়ে বড় মাপের প্রজাপতি। ভারতএ বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে এই প্রজাতি তফ্‌সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।[২]

ছিট কাওয়া
Blue-spotted Crow
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Nymphalidae
গণ: Euploea
প্রজাতি: E. midamus
দ্বিপদী নাম
Euploea midamus
(লিনিয়াস, ১৭৫৮)

আকার সম্পাদনা

প্রসারিত অবস্থায় ছিট কাওয়ার ডানার আকার ৯৫-১০৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[৩]

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত পেল ছিট কাওয়া এর উপপ্রজাতি হল-[৪]

  • Euploea midamus rogenhoferi C. & R. Felder, [1865] – Assam Blue-spotted Crow
  • Euploea midamus chloe (Guérin-Méneville, 1843) – Indo-Chinese Blue-spotted Crow

বিস্তার সম্পাদনা

এই প্রজাতি ভারত[৫] এর হিমাচল প্রদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত[৬], নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৩][৭]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

এই প্রজাতির উভয় লিঙ্গেরই ডানার উপরিপৃষ্ঠ কালচে বাদামী বর্ণের। সামনের ডানা সম্পূর্ণভাবে উজ্জ্বল, চকচকে নীলে ছাওয়া। সেল এর মধ্যে একটি বেগুনী ছোপ এবং একসারি ছোট দূরে দূরে অবস্থিত বেগুনী ডিসকাল ছোপ বর্তমান। কোস্টাল এবং টার্মিনাল ছোপগুলি ছোট এবং সাদা বর্ণের।[৮]

পিছনের ডানার উপরিভাগ বাদামী বর্ণের, ডানার মধ্যবর্তী অংশে নীলের আভাযুক্ত (blue-glossed), সাধারনত দাগ-ছোপহীন। যদিও কিছু কিছু ক্ষেত্রে কোস্টাল এবং টার্মিনাল ছোপ লক্ষ্য করা যায় এবং এপিকাল (শীর্ষ) অর্দ্ধে ধূসর আঁশে ছাওয়া।[৮]

পুরুষ প্রকারে পিছনের ডানার উপরিপৃষ্ঠে সেল এর মধ্যে এবং উপরে বিশেষ ধরনের হলুদ গন্ধ আঁশ (Sent scales) এবং সামনের ডানার উপরিতলে লম্বা ব্যান্ড (দাগ) বর্তমান।[৮]

আচরণ সম্পাদনা

এই প্রজাতির উড়ান অন্যান্য Crow দের ন্যায় ধীর এবং ডানা ভাসানো। ফুলের মধু আহরন পছন্দ করে এবং মাড্‌ পাডল করে। কম উচ্চতাসম্পন্ন অঞ্চলে (৫০০ মিটার এর নীচে) বিস্তীর্ন উপত্যকা, জঙ্গলের ফাঁকা জায়গা এবং উন্মুক্ত গ্রামাঞ্চলে, কখনো কখনো সমতলের জঙ্গলেও এদের বিচরণ লক্ষ্য করা যায়। সাধারণত ফেব্রুয়ারি থেকে আগস্ট এদের দর্শন মেলে। আসাম এবং পূর্ব হিমালয়ে এদের মোটামুটি ভাবে ভালোই দেখা যায়। মায়ানমারে প্রচুর সংখ্যায় এদের দেখা যায়।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা 171। 
  2. Baidya, Sarika; Karmakar, Tarun; Roychaudhury, Devsena (২০১৯)। Butterflies of Buxa Tiger Reserve (1 সংস্করণ)। Kolkata: Buxa Tiger Conservation Foundation Trust Wildlife Wing, Directorate of Forests, Goverment of West Bengal। পৃষ্ঠা 56। আইএসবিএন 978-93-81493-75-5 
  3. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা 342। আইএসবিএন 9789384678012 
  4. "Euploea midamus (Linnaeus, 1758) – Blue-spotted Crow"Butterflies of India। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২১ 
  5. Mahata, A., Samal, K.T. & Palita, S.K. Butterfly diversity in agroforestry plantations of Eastern Ghats of southern Odisha, India. Agroforest Syst 93, 1423–1438 (2019). https://doi.org/10.1007/s10457-018-0258-y
  6. R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা 153। আইএসবিএন 978-81-929826-4-9ডিওআই:10.13140/RG.2.1.3966.2164 
  7. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 306। আইএসবিএন 978 019569620 2 
  8. Wynter-Blyth, Mark Alexander (১৯৫৭)। Butterflies of the Indian Region। Bombay, India: Bombay Natural History Society। পৃষ্ঠা 77। আইএসবিএন 978-8170192329 
  9. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 83। 

বহিঃসংযোগ সম্পাদনা