ছাত্র সংগ্রাম হল একটি বাংলা ম্যাগাজিন, যা সর্বভারতীয় ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন, এসএসআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র। [১] এটি ১৯৬৪ সাল থেকে প্রকাশিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গে বামপন্থী ছাত্র আন্দোলনের বিকাশে একটি মহান ভূমিকা পালন করেছে। নিও প্রিন্টস পত্রিকাটির প্রকাশক। [২] জানুয়ারী-ফেব্রুয়ারি ২০১১ এর মধ্যে এর প্রচলন ছিল প্রায় ৩০,০০০ কপি। বর্তমানে ছাত্র সংগ্রামের সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীপ্তজিৎ দাস।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Common People's Protest amid Ruthless Hooliganism in the State is Critical: Buddhadeb Bhattacharjee"Communist Party of India। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৫ 
  2. "Observing 50 years of Chhatra Sangram"Students' Federation of India। ২০১৬-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৫