ছন্দা গায়েন

একজন বাঙ্গালী পর্বতারোহী, মার্শাল আর্টিস্ট, অনুসন্ধানকারী ও আত্মরক্ষা শিক্ষক

ছন্দা গায়েন (৯ জুলাই ১৯৭৯ — ২০ মে ২০১৪)[১] একজন বাঙ্গালী পর্বতারোহী, মার্শাল আর্টিস্ট, অনুসন্ধানকারী ও আত্মরক্ষা শিক্ষক ছিলেন, যিনি পশ্চিমবঙ্গ থেকে প্রথম অসামরিক নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করতে সক্ষম হন (সকাল ৭টা ১৮ মে ২০১৩)। উনি ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট এবং লোৎসে একই অভিযানে জয় করেন। এবিপি আনন্দ আয়োজিত ২০১৩ সেরা বাঙ্গালীতে উনি সেরা আবিষ্কার নির্বাচিত হন (৮ আগস্ট ২০১৩)। [২][৩][৪][৫][৬]

এভারেস্ট শৃঙ্গে ছন্দা গায়েন, ২০১৩

মৃত্যু সম্পাদনা

২০১৪ সালে কাঞ্চনজংঘা পর্বত আরোহণ করতে গিয়ে বরফধ্বসে চাপা পড়ে তিনি মারা যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Parashar, Uptal (২২ মে ২০১৪)। "Woman climber, 2 Sherpas killed on Kanchenjunga"Hindustan Times। ২৪ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  2. Ghosh, Amrita (২০১২)। "Fulfilling her father's dream"The Telegraph। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩ 
  3. Sikdar, Bitan (২০১৩)। "Howrah woman on top of the world"The Telegraph। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩ 
  4. "Mount Everest conquered by West Bengal's Chanda Gayen"The Indian Express। ২০১৩। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩ 
  5. Manik Banerjee. Woman mountaineer, Chanda Gayen from West Bengal climbs Mt. Everest. The Hyderabad Deccan 18 May 2013 "Archived copy"। ১১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২৫ 
  6. Mount Everest conquered by West Bengal's Chanda Gayen. Press Trust of India : Kolkata, Sat 18 May 2013 [১]