চোরাবালি (২০১৬-এর চলচ্চিত্র)
চোরাবালি শুভ্রজিৎ মিত্র পরিচালিত ২০০৬ সালের একটি বাংলা সাসপেন্স থ্রিলার চলচ্চিত্র, যেখানে অভিনয় করেছেন বরুণ চন্দ, জুন মালিয়া, সায়নী দত্ত, মালবিকা ব্যানার্জী, লকেট চট্টোপাধ্যায় ও আরো অনেকে।
চোরাবালি | |
---|---|
![]() থিয়েটারে মুক্তির পোস্টার | |
পরিচালক | শুভ্রজিৎ মিত্র |
প্রযোজক | প্রদীপ চুরিয়াল |
শ্রেষ্ঠাংশে | বরুণ চন্দ জুন মালিয়া সায়নী দত্ত মালবিকা ব্যানার্জী লকেট চট্টোপাধ্যায় |
সুরকার | দৈবেন্দু মুখার্জী |
প্রযোজনা কোম্পানি | ম্যাকনিল ইঞ্জিনিয়ারিং |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি প্রযোজনা করে ম্যাকনিল ইঞ্জিনিয়ারিং-এর প্রদীপ চুরিয়াল।