চুনিবালা হাঁসদা

ভারতীয় রাজনীতিবিদ

চুনিবালা হাঁসদা ভারতের পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ যিনি ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর রাজনীতির সাথে যুক্ত। তিনি ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর সভানেত্রী।[১]

চুনিবালা হাঁসদা
পশ্চিমবঙ্গ বিধানসভা
কাজের মেয়াদ
২০০০ – ২০০১
পূর্বসূরীনরেন হাঁসদা
উত্তরসূরীশম্ভুনাথ মান্ডি
সংসদীয় এলাকাবিনপুর
কাজের মেয়াদ
২০০৬ – ২০১১
পূর্বসূরীশম্ভুনাথ মান্ডি
উত্তরসূরীদিবাকর হাঁসদা
সংসদীয় এলাকাবিনপুর
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলঝাড়খণ্ড পার্টি (নরেন)
দাম্পত্য সঙ্গীনরেন হাঁসদা

চুনিবালা হাঁসদার স্বামী নরেন হাঁসদা পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ছিলেন ও তাদের কন্যা বীরবাহা হাঁসদা সাঁওতালি চলচ্চিত্রের একজন অভিনেত্রী।[২]

চুনিবালা হাঁসদা ২০০০ সালে বিনপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[৩] এরপর, ২০০৬ সালেও তিনি বিনপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জোট গড়ে ভোটে ঝাড়খণ্ডী দুই দল"আনন্দবাজার পত্রিকা। ২৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 
  2. "পার্বতীপুরে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী বীরবাহা হাঁসদা"জনকণ্ঠ। ২৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Trinamul takes a beating in WB by-polls"rediff.com। ২৫ ফেব্রুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০ 
  4. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Constituency-wise Data। Election Commission। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪