চি-হুয়েই ওং (Chi-Huey Wong) একজন তাইওয়ানি-মার্কিন প্রাণরসায়নবিদ। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস গবেষণা ইনস্টিটিউটের রসায়ন বিভাগের ফ্যামিলি চেয়ার অধ্যাপক।[১] এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির একজন সদস্য। তিনি রসায়নশাস্ত্রে উলফ পুরস্কার ও আরএসসি রবার্ট রবিনসন পুরস্কার লাভ করেছেন।[২] তিনি এ পর্যন্ত ৭০০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং ১০০টিরও বেশি কৃতিস্বত্বের অধিকারী হয়েছেন।[৩]

চি-হুয়েই ওং
翁啟惠
জন্ম
জাতীয়তাতাইওয়ানি-মার্কিন
মাতৃশিক্ষায়তনNational Taiwan University
Massachusetts Institute of Technology
পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রাণরসায়ন
রাসায়নিক জীববিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহ
ডক্টরেট শিক্ষার্থীCarlos F. Barbas III

ওং জীববৈজ্ঞানিক গ্লাইকসিলীভবন (গ্লাইকোসিলেশন) অধ্যয়ন (প্রোটিন বা স্নেহ অণুর সাথে শর্করার গ্লাইকসিল মূলকের সংযোজন) করার নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন এবং শর্করা-ভিত্তিক ঔষধের বিকাশ ও উন্নয়নে অবদান রাখার জন্য পরিচিত। তাঁর গবেষণাকর্মের ফলে সার্বজনীন ইনফ্লুয়েঞ্জা টিকা প্রস্তুতি, কাম্য প্রকারক ক্রিয়াসহ সমস্বত্ব প্রতিরক্ষিকা (homogeneous antibodies with optimized effector functions) এবং বৈশ্বিক-ধারার গ্লাইকানগুলি ব্যবহার করে ব্যাপকভাবে সুরক্ষাপ্রদায়ক কর্কট বা ক্যান্সার রোগের টিকা প্রস্তুতিতে নেতৃত্ব দান করেছে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chi-Huey Wong | Scripps Research"www.scripps.edu। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  2. "RSC Robert Robinson Award 2015 Winner"www.rsc.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  3. "Chi-Huey Wong – Google Scholar Citations"scholar.google.com.tw। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  4. "Chi-Huey Wong"National Academy of Sciences। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Wolf Prize in Chemistry