চিহান বিশ্ববিদ্যালয় (আর্বিল)

ইরাকের কুর্দিস্তান প্রদেশের বিশ্ববিদ্যালয়

চিহান বিশ্ববিদ্যালয় (কুর্দি: زانكۆى جیهان, আরবি: جامعة جيهان) ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান প্রদেশের রাজধানী আর্বিলের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ২০০৭ সালে চিহান গ্রুপের একটি অংশ এ ইউনিভার্সিটি কোম্পানি ফর সায়েন্টিফিক ইনভেস্টমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়। চিহান বিশ্ববিদ্যালয় হলো কুর্দিস্তান অঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি কুর্দিস্তানের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রনালয় দ্বারা স্বীকৃত এবং আরব বিশ্ববিদ্যালয় সংস্থার (আ.বি.স) সদস্য।[২]

চিহান বিশ্ববিদ্যালয়
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৭
সভাপতিডাঃ আমজাদ সাবির দলওয়াই[১]
স্নাতক১৮,০০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙগাঢ় লাল
ওয়েবসাইটcihanuniversity.edu.iq
চিহান বিশ্ববিদ্যালয় ক্যাম্প

চিহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মীরা তিনটি ক্যাম্পাসে অধ্যয়ন, কাজ এবং বাস করে: আর্বিল, সুলায়মানিয়া এবং দহুক। ২০১৪ সালে, বিশ্ববিদ্যালয়টি ১২টি বিভাগে কোর্স চালু করে।

২০১১ সালে, সুলাইমানিয়ার চিহান বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস কুর্দি উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় (পত্র নং: ন৩০২, ১২ মে, ২০১১, করজ) দ্বারা অনুমোদিত হয়।[৩]

২০১৭ সালে, চিহান বিশ্ববিদ্যালয় আর্বিল ইরাকি উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ স্বীকৃতি পেয়েছে।

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "President's Message"Cihan University -Erbil (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৬ 
  2. "web archive"www.aaru.edu.jo। Archived from the original on ২০২২-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৬ 
  3. "Home"Cihan University of Sulaimaniya (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১১