স্পেনীয় ভাষা চিলির সরকারি ভাষা।[১] এছাড়াও প্রায় ৪ লক্ষ লোক মাপুদুঙ্গুন ভাষাতে কথা বলেন। ইস্টার দ্বীপে রাপানুই ভাষা নামের একটি অস্ট্রোনেশীয় ভাষা প্রচলিত। আন্তর্জাতিক কাজকর্মে স্পেনীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার প্রচলন বেড়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Chile Languages"www.familysearch.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা