চিলমারী রেলওয়ে স্টেশন

চিলমারী রেলওয়ে স্টেশন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি রেলওয়ে স্টেশন ছিলো। যা ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

চিলমারী রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানচিলমারী উপজেলা কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ
 বাংলাদেশ
লাইনতিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন
প্ল্যাটফর্মনাই
অন্য তথ্য
অবস্থানিস্ক্রিয়
ইতিহাস
বন্ধ হয়?
পরিষেবা
নাই

ইতিহাস

সম্পাদনা

১৯৬৭ সালে তিস্তা-চিলমারী রেলপথে রেল চলাচল শুরু হয়। পরে বহ্মপুত্র নদের ব্যাপক ভাঙনে চিলমারী রেলস্টেশন নদে বিলীন হয়।[] এরপর তিস্তা জংশন রেলওয়ে স্টেশন থেকে রমনা বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।

সম্পর্কিত নিবন্ধ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তিস্তা-কুড়িগ্রাম রেলপথ এখন বিলুপ্তির পথে"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯