চিলমারী রেলওয়ে স্টেশন
চিলমারী রেলওয়ে স্টেশন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি রেলওয়ে স্টেশন ছিলো। যা ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
চিলমারী রেলওয়ে স্টেশন | ||
---|---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | ||
অবস্থান | চিলমারী উপজেলা কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ বাংলাদেশ | |
লাইন | তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন | |
প্ল্যাটফর্ম | নাই | |
অন্য তথ্য | ||
অবস্থা | নিস্ক্রিয় | |
ইতিহাস | ||
বন্ধ হয় | ? | |
পরিষেবা | ||
নাই
|
ইতিহাস
সম্পাদনা১৯৬৭ সালে তিস্তা-চিলমারী রেলপথে রেল চলাচল শুরু হয়। পরে বহ্মপুত্র নদের ব্যাপক ভাঙনে চিলমারী রেলস্টেশন নদে বিলীন হয়।[১] এরপর তিস্তা জংশন রেলওয়ে স্টেশন থেকে রমনা বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "তিস্তা-কুড়িগ্রাম রেলপথ এখন বিলুপ্তির পথে"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯।