চিত্রাবতী নদী

ভারতের নদী

চিত্রাবতী দক্ষিণ ভারতের একটি আন্তঃরাজ্য নদী যা পেন্না নদীর একটি শাখা। কর্ণাটক থেকে উতসারিত হয়ে এটি অন্ধ্রপ্রদেশে প্রবাহিত হয় এবং এর অববাহিকা ৫৯০০ বর্গকিমি এর বেশি এলাকা জুড়ে। পুত্তাপূর্তি তীর্থশহরটি এর তীরে অবস্থিত।

পুত্তাপূর্তি শহরে চিত্রবতী নদী

প্রবাহ সম্পাদনা

চিত্রাবতী নদী চিক্বাবল্লাপুর থেকে উতপন্ন হয়েছে এবং কর্ণাটকের চিককাবল্লাপুর জেলা দিয়ে প্রবাহিত হয়ে অন্ধ্র প্রদেশে প্রবেশ করে এটি অনন্তপুর এবং দিয়ে প্রবাহিত হয়ে পেন্না নদীতে মিশে গেছে।[১]চিত্রাবতী নদীর অববাহিকা ৫৯০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।[২] এটি দুটি রাজ্যে যে মণ্ডলগুলি প্রবাহিত করে তার মধ্যে রয়েছে বাগেপল্লী, গোরানতলা, হিন্দুপুর, বুক্কাপ্টনম, ধর্মাভরম, তাদিপাত্রী এবং কাদিরি।[৩] নদীটি কদপা জেলার গান্দিকোটায় পেন্নার সাথে যোগ দেয় যেখানে গন্ধিকোটা সেচ প্রকল্প শুরু হয়েছে অন্ধ্র প্রদেশ সরকার দ্বারা[৪][৫]। চিত্রাবতী একটি মৌসুমী নদী যা বর্ষার সময় প্রবাহিত হয়। পাপগনির পাশাপাশি এটি মধ্য পেন্নার উপ-অববাহিকার একটি অংশ এবং এটি পেন্নার ডানদিকের শাখা নদী[৬][৭]

 
পার্নাপল্লীতে চিত্রাবতীর ওপর বাঁধ
 
Chitravathi নদী

পরিবেশগত বিষয় সম্পাদনা

অবৈধ বালু উত্তোলন, চিত্রাবতীত অববাহিকায় প্রচলিত এবং এর ফলে এই অঞ্চলে ভূগর্ভস্থ জলসম্পদ মারাত্মক হ্রাস পেয়েছে।.[৮]

ধর্মীয় গুরুত্ব সম্পাদনা

চিত্রাবতী দেব কন্যা নামেও পরিচিত এবং এটি সত্য সাঁই বাবার আবাস পুত্তাপূর্থি তীর্থশহর দিয়ে প্রবাহিত। সত্য সাঁই বাবার সাথে জড়িত থাকার কারণে এটি ভক্তজন পবিত্র বলে বিবেচনা করেন।.[১][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Captivating beauty of River Chitravathi"Deccan Herald। ১৪ সেপ্টেম্বর ২০০৮। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩ 
  2. "Re-using Irrigation Drainage Gonchi Irrigation System in Penna River Basin" (পিডিএফ)। Centre for World Solidarity। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩ 
  3. Narasaiah, M. Lakshmi (১৯৯৯)। Financing Of Weaker Sections By Regional Rural Banks। Discovery Publishing House। পৃষ্ঠা 32। আইএসবিএন 9788171414673 
  4. "Floods in Pennar, Chitravathi"The Hindu। ১৮ জুলাই ২০০৮। ২৯ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩ 
  5. "Anantapuram District"। Government of Andhra Pradesh। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩ 
  6. "A fight over river waters"। ৫–১৮ জুলাই ২০০৩। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩ 
  7. Jain, S. Sharad Kumar (২০০৭)। Hydrology and Water Resources of India। Springer। পৃষ্ঠা 732। আইএসবিএন 9781402051807 
  8. "Illegal sand mining rampant in Chitravathi river basin"Deccan Herald। ২০ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩ 
  9. "Chitravathi River, Puttaparthi, India"। FirstPost। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৩