চিত্রপত্রী একপ্রকারের ঘাস যা সাধারাণত বাংলাদেশের সবখানেই দেখতে পাওয়া যায়[২]। এটি ইংরেজীতে Day flower নামে পরিচিত। এটির বৈজ্ঞানিক নাম Commelina diffusa . এটির ফুল বসন্তের শেষের দিকে দেখা যায়। এরা সাধারনত জঙ্গলে বা ভিজে জায়গায় জন্মে। চীনে এদের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়[৩]। চিত্রপত্রীকে আরো অনেক নামে ডাকা হয় , যেমন , কানশিরা, জল কানশিরা, বহুশিখা ইত্যাদি।

চিত্রপত্রী
Flower being visited by a pollinator in Xishuangbanna, Yunnan, China
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: উদ্ভিদ (প্লান্টি)
গোষ্ঠী: সংবাহী উদ্ভিদ ট্র্যাকিওফাইট
ক্লেড: সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস)
গোষ্ঠী: মনোকট্‌স (Monocots)
গোষ্ঠী: Commelinids
বর্গ: Commelinales
পরিবার: Commelinaceae
গণ: Commelina
Burm.f.
প্রজাতি: C. diffusa
দ্বিপদী নাম
Commelina diffusa
Burm.f.
প্রতিশব্দ

Commelina sellowiana Kunth

বর্ণনা সম্পাদনা

চিত্রপত্রী সাধারনত একবর্ষজীবী তৃণ। ক্রান্তীয় অঞ্চলে বহুবর্ষজীবী হতে পারে। এটির কাণ্ড মাটিতে ছড়িয়ে থাকে। কাণ্ড এক মিটার পর্যন্ত হতে পারে।

ফুল সম্পাদনা

এই তৃণের ফুল গাড় নীল, বেগুনী বা সাদা রঙের হয়। ফুল সাধারনত তিন পত্র বিশিষ্ট। তবে দুই বা বহুপত্র বিশিষ্ট হতে পারে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kumar, B. (২০১১)। "Commelina diffusa"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা (ইংরেজি ভাষায়)। আইইউসিএন2011। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৯ 
  2. "Plants Profile for Commelina diffusa (climbing dayflower)"plants.usda.gov। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৯ 
  3. "Commelina diffusa"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-১১।