চিকবল্লাপুর লোকসভা কেন্দ্র

চিকবল্লাপুর লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৭৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংরক্ষিত আসন এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল কন্নড়। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৬৫৮,৪১০ জন৷

চিকবল্লাপুর লোকসভা কেন্দ্র
ভারতীয় নির্বাচনী এলাকা
কর্ণাটকএর লোকসভা কেন্দ্রসমূহ ও ২৭ নং স্থানে চিকবল্লাপুর
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যকর্ণাটক
বিধানসভা নির্বাচনী এলাকা৮টি
প্রতিষ্ঠিত১৯৭৭-বর্তমান
মোট নির্বাচক১,৬৫৮,৪১০[১]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০১৯

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হলে, তা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি কর্ণাটকের চিকবল্লাপুর জেলার উত্তর ও পশ্চিমাংশ, ব্যাঙ্গালোর নগর জেলার উত্তরের সামান্য অংশ এবং সমগ্র ব্যাঙ্গালোর গ্রামীণ জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[২]

ইতিহাস

সম্পাদনা

চিকবল্লাপুর লোকসভা কেন্দ্রে ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি

সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের ২২৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য কর্ণাটকের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্র (দেবনহাল্লি, নীলমঙ্গল) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

গৌরীবিদনুর বিধানসভা কেন্দ্র [৩]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি চিকবল্লাপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বাগেপল্লী বিধানসভা কেন্দ্র [৪]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৪০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি চিকবল্লাপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

চিকবল্লাপুর বিধানসভা কেন্দ্র [৫]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৪১ নং বিধানসভা কেন্দ্র৷ এটি চিকবল্লাপুর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

এলাহঙ্কা বিধানসভা কেন্দ্র [৬]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫০ নং বিধানসভা কেন্দ্র। এটি ব্যাঙ্গালোর নগর জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

হোসকোটে বিধানসভা কেন্দ্র [৭]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭৮ নং বিধানসভা কেন্দ্র। এটি ব্যাঙ্গালোর গ্রামীণ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

দেবনহাল্লি বিধানসভা কেন্দ্র [৮]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭৯ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি ব্যাঙ্গালোর গ্রামীণ জেলায় অবস্থিত৷

দোডাবল্লাপুর বিধানসভা কেন্দ্র [৯]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮০ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি ব্যাঙ্গালোর গ্রামীণ জেলায় অবস্থিত৷

নেলমঙ্গল বিধানসভা কেন্দ্র [১০]

এই বিধানসভা কেন্দ্রটি কর্ণাটক রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮১ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি ব্যাঙ্গালোর গ্রামীণ জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র

সম্পাদনা