চার অধ্যায় (উপন্যাস)
চার অধ্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস। এটি ১৯৩৪ সালে প্রকাশিত হয়।[১][২] এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস।[৩] এর কাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথের "রবিবার" গল্পের সম্পর্ক আছে।
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
---|---|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | উপন্যাস |
প্রকাশনার তারিখ | ১৯৩৪ |
মূল বিষয়বস্তু
সম্পাদনাব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা শুরু হয়েছিল এই উপন্যাসে তারই তত্ত্ব বিশ্লেষণ ও নিরপেক্ষ মূল্যায়ন লক্ষ্য করা যায়। আসলে বর্বর সন্ত্রাসবাদের সমালোচনা করে এর কাহিনী রচিত। সন্ত্রাসবাদীদের নেতা ইন্দ্রনাথ একদিকে যেমন অতিমানবিক গুণসম্পন্ন তেমনই অন্যদিকে অত্যন্ত নিষ্ঠুর। তার নির্দেশে অতীন্দ্র ও এলার প্রেমের সমাপ্তি এর মূখ্য কাহিনী।
চলচ্চিত্র নির্মাণ
সম্পাদনারবীন্দ্রনাথের "চার অধ্যায়" উপন্যাস অবলম্বনে নির্মিত–
- চার অধ্যায়, ১৯৯৭ হিন্দি চলচ্চিত্র[৩]
- এলার চার অধ্যায়, ২০১২ ভারতীয় বাংলা চলচ্চিত্র[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
- ↑ "কবিগুরুর সাহিত্যকর্ম"। risingbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০২।
- ↑ ক খ "Char Adhyay (1997) - IMDb" (ইংরেজি ভাষায়)।
- ↑ "Elar Char Adhyay - Indian Express"। archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০২।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলা ভাষার উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: চার অধ্যায়