চার অধ্যায় (উপন্যাস)

চার অধ্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস। এটি ১৯৩৪ সালে প্রকাশিত হয়।[১][২] এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস।[৩] এর কাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথের "রবিবার" গল্পের সম্পর্ক আছে।

চার অধ্যায়
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশনার তারিখ
১৯৩৪

মূল বিষয়বস্তু সম্পাদনা

ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা শুরু হয়েছিল এই উপন্যাসে তারই তত্ত্ব বিশ্লেষণ ও নিরপেক্ষ মূল্যায়ন লক্ষ্য করা যায়। আসলে বর্বর সন্ত্রাসবাদের সমালোচনা করে এর কাহিনী রচিত। সন্ত্রাসবাদীদের নেতা ইন্দ্রনাথ একদিকে যেমন অতিমানবিক গুণসম্পন্ন তেমনই অন্যদিকে অত্যন্ত নিষ্ঠুর। তার নির্দেশে অতীন্দ্র ও এলার প্রেমের সমাপ্তি এর মূখ্য কাহিনী।

চলচ্চিত্র নির্মাণ সম্পাদনা

রবীন্দ্রনাথের "চার অধ্যায়" উপন্যাস অবলম্বনে নির্মিত–

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  2. "কবিগুরুর সাহিত্যকর্ম"risingbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০২ 
  3. "Char Adhyay (1997) - IMDb" (ইংরেজি ভাষায়)। 
  4. "Elar Char Adhyay - Indian Express"archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা