চার্লস কের, ১ম ব্যারন টেভিওট

ব্রিটিশ রাজনীতিবিদ

চার্লস ইয়ান কের, ১ম ব্যারন টেভিওট, ডিএসও, এমসি (৩ মে ১৮৭৪ - ৭ জানুয়ারি ১৯৬৮), ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ।

কের ছিলেন চার্লস উইন্ডহাম রডলফ কেরের পুত্র এবং লোথিয়ানের ষষ্ঠ মার্কেস উইলিয়াম কেরের প্রপৌত্র। তার মা ছিলেন অ্যাডমিরাল স্যার জর্জ এলিয়টের মেয়ে আনা মারিয়া অলিভিয়া। তিনি রয়্যাল হর্স গার্ডে লেফটেন্যান্ট-কর্নেল পদমর্যাদা অর্জন করেন এবং ডিস্টিংগুইশড সার্ভিস অর্ডার এবং মিলিটারি ক্রস প্রদান করেন। কের ১৯৩২ সালে ন্যাশনাল লিবারেল পার্টির সদস্য হিসাবে মন্ট্রোজ বার্গস উপ-নির্বাচনে হাউস অফ কমন্সে প্রবেশ করেন। তিনি ন্যাশনাল লিবারেলদের চিফ হুইপ ছিলেন এবং ১৯৩৭ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ট্রেজারির জুনিয়র লর্ড (সরকারি হুইপ) হিসেবে এবং ১৯৩৯ থেকে ১৯৪০ সাল পর্যন্ত ন্যাশনাল গভর্নমেন্টে পরিবারের নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। ২৭ জুন ১৯৪০-এ তিনি সাউদাম্পটন কাউন্টির বার্গক্লেয়ারের ব্যারন টেভিওট হিসাবে পিয়ারে উন্নীত হন।[১] এরপর তিনি ১৯৪০ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত লিবারেল ন্যাশনাল পার্টির (১৯৪৮ সাল থেকে ন্যাশনাল লিবারেল পার্টি নামে পরিচিত) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এন্টি-সেমেটিক রাইট ক্লাবের সদস্যও ছিলেন।

উদ্ধৃতি

সম্পাদনা
  1. "নং. 34884"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ২৮ জুন ১৯৪০। 

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা