চামরস (আনুমানিক ১৪২৫ খ্রিস্টাব্দ) ছিলেন পঞ্চদশ শতাব্দীর বিজয়নগরের এক বীরশৈব কন্নড় কবি। সমসাময়িক ব্রাহ্মণ কন্নড় কবি কুমার ব্যাসের প্রতিদ্বন্দ্বী চামরসের পৃষ্ঠপোষকতা করেন রাজা দ্বিতীয় দেব রায়[১][২] চামরসের শ্রেষ্ঠ কীর্তি "প্রভুলিঙ্গ লীলে" লিঙ্গায়েত ধর্মের প্রথম যুগের প্রবক্তা অল্লম প্রভুর জীবনী। ২৫টি অধ্যায়ে বিন্যস্ত এই গ্রন্থটি ১১১১টি ‘ষটপদী’ (ছয় চরণের শ্লোক) দ্বারা রচিত।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Narasimhacharya (1988), p. 69
  2. Rice E.P. (1921), pp. 68, 70
  3. Dalal (2011), p309

গ্রন্থপঞ্জি সম্পাদনা

External links সম্পাদনা