চাবা নদী
চাবা নদী কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টা প্রদেশের সীমান্তে অবস্থিত একটি ছোট নদী। কানাডীয় রকি পর্বতমালার চাবা বরফক্ষেত্র হতে উৎপন্ন নদীটি আথাবাস্কা নদীতে মিশেছে। দৈর্ঘ্যে ছোট নদীটির মূল যাত্রাপথের বেশীরভাগ অংশ আলবার্টা প্রদেশের অন্তর্গত।[১] ভূতত্ত্ববিদ এ পি কোলম্যান এই নদীর নামকরণ করেন।
চাবা নদী | |
---|---|
![]() চাবা নদী ও চাবা বরফক্ষেত্র | |
দেশ | কানাডা |
প্রদেশ | আলবার্টা |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | চাবা বরফক্ষেত্র ১,৫৯৭ মিটার (৫,২৪০ ফুট) ৫২°১৪′৪৯″ উত্তর ১১৭°৪০′৫২″ পশ্চিম / ৫২.২৪৬৯৪° উত্তর ১১৭.৬৮১১১° পশ্চিম |
মোহনা | আথাবাস্কা নদী ১,৩৮০ মিটার (৪,৫৩০ ফুট) ৫২°২৫′০৫″ উত্তর ১১৭°৩৯′৩৮″ পশ্চিম / ৫২.৪১৮০৬° উত্তর ১১৭.৬৬০৫৬° পশ্চিম |
প্রবাহ সম্পাদনা
চাবা নদী রকি পর্বতমালার মধ্যে প্রবাহিত আথাবাস্কা নদীর অন্যতম উপনদী। চাবা নদীর উৎপত্তি চাবা বরফক্ষেত্র হতে। চাবা বরফক্ষেত্রের চাবা, লিসেনিং ও সান্ডিয়াল চূড়া হতে আগত গলিত বরফ এই নদীর মূল পানি প্রবাহের যোগান দেয়। এছাড়াও কুইন্সি পর্বত হতে নেমে আসা একটি ছোট হিমবাহ নদীটিতে পানি সরবরাহ করে। ক্যাটাকম্ব ও কনফেডারেশন পর্বতের মাঝের গিরিখাতে চাবা নদী, আথাবাস্কা নদীর সাথে মিশেছে।[২]
নামকরণ সম্পাদনা
১৮৯৫ সালে পূর্ব কানাডায় জন্মগ্রহণকারী ভূতত্ত্ববিদ এ পি কোলম্যান[৩] এই নদীর বর্ণনা করতে গিয়ে "অনেক বীভারের তৈরী বাঁধ ও গাছ"-এর কথা উল্লেখ করেছিলেন। স্টোনি ইন্ডিয়ান জাতিগোষ্টির ভাষায় 'চাবা' শব্দের অর্থ বীভার, যা একটি স্তন্যপায়ী প্রাণী। বীভার জলপ্রবাহের গতিপথে প্রাকৃতিক বাঁধ নির্মাণ করতে পারে।[২] বীভারের বিচরণ বেশি থাকার কারণে তিনি এই নদীর নাম 'চাবা' রেখেছিলেন।[৩]
আরো দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Mussio Ventures. Central Alberta Backroad Mapbook. Burnaby: Backroad Mapbooks (2002)
- ↑ ক খ Karamitsanis, Aphrodite (1991). Place Names of Alberta, Volume 1. Calgary: University of Calgary Press, pg. 45
- ↑ ক খ Coleman, A.P. (১৮৯৫)। "Mount Brown and the Sources of the Athabasca"। The Geographical Journal। Royal Geographical Society। 5: 53–61। ডিওআই:10.2307/1773875। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১০।