চাঁদিপিঠ সুইবাতাসি

পাখির প্রজাতি

চাঁদিপিঠ সুইবাতাসি (বৈজ্ঞানিক নাম: Hirundapus cochinchinensis)[২] (ইংরেজি Streak-throated woodpecker) Apodidae পরিবারের Hirundapus গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির পাখি.

চাঁদিপিঠ সুইবাতাসি
Hirundapus cochinchinensis
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Aves
বর্গ: Apodiformes
পরিবার: Apodidae
গণ: Hirundapus
প্রজাতি: Hirundapus cochinchinensis
দ্বিপদী নাম
Hirundapus cochinchinensis
(Oustalet, 1878)

বিস্তৃতি সম্পাদনা

চাঁদিপিঠ সুইবাতাসি সুমাত্রা , জাভা দ্বীপ, তাইওয়ান পর্যন্ত বিস্তৃত। ২০০৩ সালের মার্চ মাসে কক্সবাজারের ইনানিতে একবার একটি দলকে দেখা গেছে।

বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

বৈশ্বিক অবস্থা পাখিটি ন্যূনতম বিপদগ্রস্ত এবং বাংলাদেশের অবস্থায় অপ্রতুল-তথ্য।ঢাকা বিভাগে এদের দেখা যায় না বলে কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। পরিবর্তে চট্টগ্রাম বিভাগে এদের দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hirundapus cochinchinensis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। 2012। সংগ্রহের তারিখ 24/10/2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. Gill, Frank, and Minturn Wright (2006) , Birds of the World: Recommended English Names