চাঁদপাই বন্যপ্রাণী অভয়ারণ্য

চাঁদপাই বন্যপ্রাণ অভয়ারণ্য বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০১২ সালের ২৯ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। ৫৬০.০০ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত।[১]

চাঁদপাই বন্যপ্রাণ অভয়ারণ্য
মানচিত্র চাঁদপাই বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র চাঁদপাই বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
বাংলাদেশে অবস্থান
অবস্থানবাগেরহাট, খুলনা বিভাগ, বাংলাদেশ
নিকটবর্তী শহরমোংলা
স্থানাঙ্ক২২°২২′৫৪″ উত্তর ৮৯°৩৯′২৩″ পূর্ব / ২২.৩৮১৬০৭° উত্তর ৮৯.৬৫৬৩৫৪° পূর্ব / 22.381607; 89.656354
আয়তন৫৬০ হেক্টর
স্থাপিত২০১২
কর্তৃপক্ষবাংলাদেশ বন বিভাগ

শকুনের নিরাপদ এলাকা সম্পাদনা

শকুনের নিরাপদ এলাকা-২ তফসিল অনুসারে চাঁদপাই বন্যপ্রাণ অভয়ারণ্য শকুনের জন্য নিরাপদ বলে ঘোষিত।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বন্যপ্রানী অভয়ারণ্য"জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ। ২০১৭-০১-৩১। সংগ্রহের তারিখ ২০১৭-০২-০২ 
  2. "শকুনের নিরাপদ এলাকা"রক্ষিত এলাকা। ২০১৭-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮ 

বহিঃসংযোগ সম্পাদনা