চাঁদনি চক লোকসভা কেন্দ্র

(চাঁদনী চক লোকসভা কেন্দ্র থেকে পুনর্নির্দেশিত)

চাঁদনী চক লোকসভা কেন্দ্রটি উত্তর ভারতের দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৬ সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি অসংক্ষরিত একটি আসন এবং মোট ১০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি ও ইংরাজী। এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১৪,৪৭,২৩০ জন।

চাঁদনি চক লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
দিল্লির লোকসভা কেন্দ্রসমূহ ও ১ নং স্থানে চাঁদনী চক
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যদিল্লি
বিধানসভা নির্বাচনী এলাকা১০ টি
প্রতিষ্ঠিত১৯৫৬-বর্তমান
মোট নির্বাচক১৪,৪৭,২৩০ (২০১৪) []
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০১৯

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি দিল্লির উত্তর দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি এবং মধ্য দিল্লি জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[][][]

ইতিহাস

সম্পাদনা

চাঁদনী চক লোকসভা কেন্দ্রে ১৯৫৬ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৬৬ থেকে ১৯৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত চাদনীচক লোকসভা কেন্দ্র টি দিল্লি মহানগর অঞ্চলের যেই বিধানসভা কেন্দ্র গুলো নিয়ে গঠিত ছিল সেগুলি হল:[] ১) সিভিল লাইন্স ২) চাঁদনী চক ৩) বল্লীমারান ৪) আজমিরি গেট ৫) কুচা পাতিরাম ৬) মাটিয়া মহল ৭) পাহাড়গঞ্জ ৮) কাসবপুরা

১৯৯৩ থেকে ২০০৮ খ্রিস্টাব্দ অবধি দিল্লি বিধানসভার নিম্নোক্ত বিধানসভাগুলি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল:[] ১) পাহাড়গঞ্জ ২) মাটিয়া মহল ৩) বল্লীমারান ৪) চাঁদনী চক ৫) মিণ্টো রোড ৬) রামনগর

২০০৮ খ্রিস্টাব্দের পর থেকে দিল্লির লোকসভার নতুন সীমানা নির্দেশ করা হয়৷

বিধানসভা কেন্দ্র গুলি

সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০ টি নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য দিল্লির বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১০ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা কেন্দ্রই অসংরক্ষিত আসন।[]

আদর্শনগর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি উত্তর দিল্লি জেলায় অবস্থিত৷

শালিমার বাগ বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর পশ্চিম দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

শকূরবস্তি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

ত্রিনগর লোকসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর পশ্চিম দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷৷

উজিরপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি উত্তর দিল্লি জেলায় অবস্থিত৷

মডেল টাউন বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি উত্তর দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

সদরবাজার বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মধ্য দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

চাঁদনী চক লোকসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২০ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মধ্য দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷৷

মাটিয়া মহল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২১ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি মধ্য দিল্লি জেলায় অবস্থিত৷

বল্লীমারান বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ২২ নং বিধানসভা কেন্দ্র৷ এটি মধ্য দিল্লি জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০ 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. http://myneta.info/delhi2015/
  4. https://ceodelhi.gov.in/Content/ECRP.aspx
  5. "Delhi Metropolitan Council(1966–1990)"। Delhi Legislative Assembly। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৪ 
  6. "List of Parliamentary & Assembly Constituencies, General Election to the Lok Sabha, 2004" (পিডিএফ)। Government of Delhi website। ২০১১-১০-০৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)Manipur। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]