চন্দ্র খাল
চন্দ্র খাল (নেপালি: चन्द्र नहर; উচ্চারণ: চন্দ্র নহর) নেপালের উত্তর-পূর্ব অঞ্চলের সপ্তরী জেলায় প্রতিষ্ঠিত একটি সেচ খাল প্রকল্প, যা নেপালের রানা যুগের (১৮৪৬-১৯৫১) অন্যতম প্রধানমন্ত্রী চন্দ্র শমসের জঙ্গ বাহাদুর রানা প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল নেপালের প্রথম খাল যা ফত্তেপুরের ত্রিযুগ নদী থেকে উদ্ভূত হয়েছে। খালটি নির্মাণ করেছিলেন নেপালের প্রথম প্রকৌশলী দিল্লি জঙ্গ থাপা। [১]
চন্দ্র খাল | |
---|---|
অবস্থান | সপ্তকোষী পৌরসভা, সপ্তরী |
স্থানাঙ্ক | ২৬°৪৪′২৯″ উত্তর ৮৬°৫৫′৪৭″ পূর্ব / ২৬.৭৪১৩৭৮° উত্তর ৮৬.৯২৯৬১৯° পূর্ব |
ধরন | সেচখাল |
যার অংশ | ত্রিযুগ নদী, কোসী |
অববাহিকার দেশসমূহ | কোসী, নেপাল |
লবণাক্ততা | ৩.৪–৩.৫% |
সর্বোচ্চ তাপমাত্রা | ২৫ °সে (৭৭ °ফা) |
সর্বনিম্ন তাপমাত্রা | ৫ °সে (৪১ °ফা) |
ইতিহাস
সম্পাদনানেপালের প্রেক্ষাপটে, রাজ্যের পরিবর্তে স্থানীয় কৃষকদের সমষ্টিগত উদ্যোগ, সক্রিয়তা ও অংশগ্রহণে সেচ প্রকল্প বিকাশের ধারণা এবং পরিচালনা শুরু হয়েছিলো।
উৎস ও অবস্থান
সম্পাদনাপ্রকৃতপক্ষে কালীখোলায় নির্মিত জলাশয় থেকে চন্দ্রখাল বা চন্দ্র নহরের উৎপত্তি, যা বাঁধের স্থান থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে ত্রিযুগ নদীর সাথে মিলিত হয়েছে।
চিত্রশালা
সম্পাদনা- ১
- ২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ DILLI JUNG THAPA Forgotten Hero by Keshab Poudel Retrieved 2 March 2020