চন্দ্রমা দেবী অগ্রহরি

রাজনীতিবিদ

চন্দ্রমা দেবী অগ্রহারি ভারতের উত্তর প্রদেশের আমেঠি নগর পঞ্চায়েতের দুবার নির্বাচিত সভাপতি। তিনি শিল্পপতি এবং ভারতীয় জনতা পার্টির নেতা রাজেশ অগ্রহরির স্ত্রী। [১]

কর্মজীবন সম্পাদনা

নভেম্বর ২০১৩-এ, তিনি নগর পঞ্চায়েত নির্বাচনে আমেঠি নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০৮৫ ভোটের ব্যবধানে জয়ী হন, নিকটতম প্রার্থী মোহাম্মদ লায়েককে পরাজিত করেন। [২]

নভেম্বর ২০০৬ থেকে এখন পর্যন্ত, তিনি উত্তরপ্রদেশ রাজ্যের আমেঠি নগর পঞ্চায়েতের প্রতিনিধিত্বকারী বর্তমান সভাপতি। চন্দ্রমা দেবী ১৩ ফেব্রুয়ারী ২০০৪ থেকে রাজেশ মাসালার এবং ২৬ এপ্রিল ২০১২ থেকে রাজেশ মিল্ক প্রাইভেট লিমিটেডের একজন পরিচালক এবং নিবন্ধিত অনুমোদিত প্রতিনিধি। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Independents leading in Uttar Pradesh local bodies elections"The Hindu। ৭ নভেম্বর ২০০৬। 
  2. "UP civic poll: Cong gets a shock"। IBN7। ৬ নভেম্বর ২০০৬। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Chandrama Agrahari"। ৬ ফেব্রুয়ারি ২০১৪।