চন্দ্ররাজার গীত বাংলা সাহিত্যের লোকগাথা। এর রচনার সময়কাল সপ্তদশ শতাব্দীর বলে ধারণা করা হয়। বাংলা একাডেমীর নিয়মিত সংগ্রাহক চৌধুরী গোলাম আকবর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রাম থেকে এটি সংগ্রহ করেছিলেন।[১][২] রামপাশা গ্রামের বসিন্দা আজিদ আলী ছিলেন এই গীতিকার গায়েন। চৌধুরী গোলাম আকবর ১৯৬৪ সালে এটি সংগ্রহ করে বাংলা একাডেমীতে জমা রাখেন। এ গীতিকাটিতে ১৬১৮ টি পঙ্‌ক্তি আছে বলে পাওয়া যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. বদিউজ্জামান সম্পাদিতসিলেট গীতিকা প্রথম খণ্ড। প্রকাশক 'বাংলা একাডেমী' ঢাকা, প্রকাশ কাল ১৯৬৮
  2. সিলেট গীতিকাঃ সমাজ ও সংস্কৃতি, ডঃ আবুল ফতেহ ফাত্তাহ; পৃষ্ঠা ৩৩- ৫৬; প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৫।