চতুর্দশী (তিথি)
চতুর্দশ দিন
(চতুর্দশী থেকে পুনর্নির্দেশিত)
চতুর্দশী হল হিন্দু পঞ্জিকার চান্দ্র পাক্ষিকের (পক্ষ) চতুর্দশ দিন (তিথি)।[১] প্রতি মাসে দুটি চতুর্দশী থাকে, যথাক্রমে শুক্ল ও কৃষ্ণ পক্ষের চতুর্দশ দিন।
ব্যুৎপত্তি
সম্পাদনাচতুর্দশী অর্থ ১৪, যেখানে চতুর মানে চার এবং দশী অর্থ ১০। এটি সংস্কৃত থেকে নেওয়া হয়েছে।
উৎসব
সম্পাদনা- দীপাবলির আগের দিন নরক চতুর্দশী। এটি আশ্বিন মাসে অমাবস্যার আগে।
- শিবরাত্রি বা মাঘবহুলা চতুর্দশী । এটি মাঘ মাসে অমাবস্যার আগে।
- অনন্ত চতুর্দশী ভাদ্রপদের শুক্লপক্ষের উজ্জ্বল পাক্ষিক পালিত হয়।
- বৈকুণ্ঠ চতুর্দশী, কার্তিক মাসের শুক্লপক্ষ চতুর্দশী।
- তারা পূজা করা হয় আশ্বিন চতুর্দশীতে, লক্ষ্মী পূজার আগে।
- হোলির আগে বসন্ত চতুর্দশীতে নারাপোরার চাচোর বা হোলিকা দহন পালিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Narak Chaturdashi 2019 Date, Time & Significance - Times of India"। The Times of India। ২৬ অক্টোবর ২০১৯।
হিন্দুধর্ম ও ধর্মতত্ব বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |