চণ্ডীগড় জংশন রেলওয়ে স্টেশন
চন্ডীগড় জংশন রেলওয়ে স্টেশন চন্ডীগড়ের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের শহর গুলোতে সার্ভিস প্রদান করে থাকে৷ স্টেশনটি ৩৩০.৭৭ মিটার(১,০৮৫.২ ফুট) উচ্চতায় অবস্থিত এবং এর কোড পরিচিতি হচ্ছে সিডিজি৷[১] চন্ডীগড় জংশন রেলওয়ে স্টেশন ইন্ডিয়ান রেলওয়ের সর্বোচ্চ একশত বুকিং স্টেশনগুলোর মধ্য অন্যতম৷[২]
Chandigarh Junction ਚੰਡੀਗੜ੍ਹ · चंडीगढ़ | |
---|---|
Indian Railway Junction Station | |
অবস্থান | Industrial Area 1, Darua, Chandigarh India |
স্থানাঙ্ক | ৩০°৪২′১১″ উত্তর ৭৬°৪৯′১৯″ পূর্ব / ৩০.৭০৩° উত্তর ৭৬.৮২২° পূর্ব |
উচ্চতা | ৩৩০.৭৭ মিটার (১,০৮৫.২ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | Northern Railway |
লাইন | Delhi-Kalka line Chandigarh-Sahnewal line |
প্ল্যাটফর্ম | 5 |
রেলপথ | Broad gauge ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
নির্মাণ | |
গঠনের ধরন | Standard on ground |
পার্কিং | Yes |
সাইকেলের সুবিধা | No |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | CDG |
বিভাগ | Ambala |
ইতিহাস | |
চালু | 1954 |
বৈদ্যুতীকরণ | Yes |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা১৮৯১ সলে দিল্লী-আমবালা-কলকা লাইন উন্মুক্ত করা হয়,[৩] অপরদিকে ২০১৩ সালে চন্ডীগড়-শাহনেওয়াল লাইন(যা লুধিয়ানা-চন্ডীগড় রেইল লিংক হিসাবেও পরিচিত), তা চালুকরা হয়৷[৪]
আমবালা-চন্ডীগড় সেক্টর ১৯৯৮-৯৯ সালে এবং চন্ডীগড়-কালকা ১৯৯৯-২০০০ সালে বিদ্যুৎচালিত করা হয়৷[৫]
সুযোগ-সুবিধা
সম্পাদনাচন্ডীগড় রেলওয়ে স্টেশন এ যে সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে, সেগুলো হল- কম্পিউটার ভিত্তিক রিজার্ভেশন সুবিধা, সাধারণ রেলওয়ে পুলিশ আউটপোস্ট, টেলিফোন বুথ, ট্যুরিস্ট রিসেপশান সেন্টার, রেস্ট রুম, ভেজিটারিয়ান এবং নন-ভেজিটারিয়ান রিফ্রেশমেন্ট রুম এবং বুক স্টল৷২০১৪ সালে চন্ডীগড় রেলওয়ে স্টেশনে চলন্ত সিঁড়ি সুবিধা সংযুক্ত করা হয়৷[৬]
রেলওয়ে স্টেশনটি শহরের কেন্দ্রস্থল হতে ৮ কিলোমিটার দূরে৷ এয়ারপোর্টটি ৭ কিলোমিটার দূরে অবস্থিত৷ স্টেশনটিতে স্থানীয় এলাকাতে চলাচলের জন্য বাস, অটো রিক্সা এবং সাইকেল রিক্সা ইত্যাদি অতি সহজলভ্য৷
ট্রেনসমূহ
সম্পাদনাচন্ডীগড় রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর তালিকা নিন্মরূপ [৭]
- চন্ডীগড় নয়া দিল্লী শতাব্দী এক্সপ্রেস
- ইন্দোর-চন্ডীগড় উইকলি এক্সপ্রেস
- কালকা মেইল
- কালকা নয়া দিল্লী শতাব্দী এক্সপ্রেস
- অমৃতসর চন্ডীগড় সুপারফাস্ট এক্সপ্রেস
- চন্ডীগড় অমৃতসর ইন্টারসিটি এক্সপ্রেস
- চন্ডীগড় বান্দ্রা টার্মিনাস সুপারফাস্ট এক্সপ্রেস
- কালকা নয়া দিল্লী শতাব্দী এক্সপ্রেস
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Arrivals at Chandigarh Junction"। indiarailinfo। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry"। Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways। IRFCA। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।
- ↑ "IR History: Early Days"। irfca.org। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।
- ↑ "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।
- ↑ "New Rail Link"। The Tribune, 19 April 2013। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।
- ↑ Ajay Deep (১৮ ডিসেম্বর ২০১৫)। "Chandigarh railway station gets escalators"। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।
- ↑ "Chandigarh Railway Station Train Time table"। cleartrip.com। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।