চণ্ডালিকা
চণ্ডালিকা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়।[১] রবীন্দ্রনাথ ১৯৩৮ সালে "চণ্ডালিকা"-র কাহিনী অবলম্বনে একই নামে চন্ডালিকা নৃত্যনাট্যটি রচনা করেন।[১][২] রাজেন্দ্রলাল মিত্র কর্ত্তৃক সম্পাদিত নেপালী বৌদ্ধ সাহিত্যে শার্দূলকর্ণাবদানের যে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে, তাই থেকে এই নাটকটির গল্পটি গৃহীত।[৩]
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
---|---|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | নাটক |
প্রকাশিত | ১৯৩৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Foundation, Poetry (২০২০-০৮-১১)। "Rabindranath Tagore"। Poetry Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১।
- ↑ "রবীন্দ্রনাথ ঠাকুর"। Bengali Grammar । বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১।
- ↑ রবীন্দ্র নাটক সমগ্র (অখন্ড), সেপ্টেম্বর ২০১৫ (ষষ্ঠ প্রকাশ), পৃষ্ঠা - ৭১১, কামিনী প্রকাশালয়।