চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ

চট্টগ্রামে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৮৮০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি কোতোয়ালী থানার অন্তর্গত। ২০১৬ খ্রিষ্টাব্দে শিক্ষাপ্রতিষ্ঠানটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত হয়। [১] বঙ্গবন্ধু ল' টেম্পল ও কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষাঙ্গনে অবস্থিত।[২]

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ
অবস্থান
মানচিত্র
জানে আলম দোভাষ সড়ক (জুবিলী রোড)

,
৪০০০

স্থানাঙ্ক২২°২০′০৭″ উত্তর ৯১°৪৯′৫৮″ পূর্ব / ২২.৩৩৫২৯৬৩° উত্তর ৯১.৮৩২৭২৪৭° পূর্ব / 22.3352963; 91.8327247
তথ্য
প্রাক্তন নাম
  • কুইন্স হাই স্কুল (১৮৮০ - ?)
  • চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল (? - ২০১০)
  • চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ (২০১০ - ২০১৬)
  • চট্টগ্রাম সরকারি সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ (২০১৬ - বর্তমান)
বিদ্যালয়ের ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকালবিদ্যালয়:১৮৮০; ১৪৩ বছর আগে (1880), কলেজ:২০১০; ১৪ বছর আগে (2010)
প্রতিষ্ঠাতাশ্যামাচরণ সেন
বিদ্যালয় বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচট্টগ্রাম জেলা
কর্তৃপক্ষচট্টগ্রাম সিটি কর্পোরেশন
বিদ্যালয় কোডইআইআইএন: ১০৪৪৯২
অধ্যক্ষসাহেদুল কবির চৌধুরী
শ্রেণী৬ষ্ঠ-১২শ
শ্রেণীকক্ষ৩৫ +
রংসাদাকালো
ওয়েবসাইটwww.cccmmsc.edu.bd

খেলাধুলা

সম্পাদনা

এখানকার শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি পারদর্শী খেলাধুলাতেও। বিগত কয়েক বছর ধরে এসএসসিতে ধারাবাহিকভাবে ভালো করে আসছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কয়েক যুগ ধরে হকি(বর্তমান রানার্সআপ জাতীয়ভাবে) ও হ্যান্ডবলে এ অঞ্চলের স্কুলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল।[৩]

ইতিহাস

সম্পাদনা
 
২০১৬ খ্রিষ্টাব্দের পূর্ববর্তী বিদ্যালয়ের প্রতীক।

১৮৮০ খ্রিষ্টাব্দে, শ্যামাচরণ সেন নামে একজন চট্টগ্রামের সমাজকর্মী কর্তৃক মিউনিসিপ্যাল হাই স্কুল প্রতিষ্ঠিত করেন।এটি প্রথম একটি জুনিয়র ইংলিশ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাতা শ্যামাচরণ, মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। [৪]

উল্লেখযোগ্য শিক্ষার্থী

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সিটি কর্পোরেশনের অধিভুক্ত হবে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল"banglanews24.com। ৫ মার্চ ২০১৬। 
  2. "এক আঙিনায় চলছে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান"বার্তা ২৪ 
  3. "প্রিয় চট্টগ্রাম"সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪ 
  4. "চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল" 

বহিসংযোগ

সম্পাদনা