চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (আগস্ট ২০১৬) |
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৮৮০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি কোতোয়ালী থানার অন্তর্গত। ২০১৬ খ্রিষ্টাব্দে শিক্ষাপ্রতিষ্ঠানটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত হয়। [১] বঙ্গবন্ধু ল' টেম্পল ও কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষাঙ্গনে অবস্থিত।[২]
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ | |
---|---|
অবস্থান | |
জানে আলম দোভাষ সড়ক (জুবিলী রোড) , ৪০০০ | |
স্থানাঙ্ক | ২২°২০′০৭″ উত্তর ৯১°৪৯′৫৮″ পূর্ব / ২২.৩৩৫২৯৬৩° উত্তর ৯১.৮৩২৭২৪৭° পূর্ব |
তথ্য | |
প্রাক্তন নাম |
|
বিদ্যালয়ের ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | বিদ্যালয়:১৮৮০ | , কলেজ:২০১০
প্রতিষ্ঠাতা | শ্যামাচরণ সেন |
বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
কর্তৃপক্ষ | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
বিদ্যালয় কোড | ইআইআইএন: ১০৪৪৯২ |
অধ্যক্ষ | সাহেদুল কবির চৌধুরী |
শ্রেণি | ৬ষ্ঠ-১২শ |
শ্রেণিকক্ষ | ৩৫ + |
রং | সাদা ও কালো |
ওয়েবসাইট | www |
খেলাধুলা
সম্পাদনাএখানকার শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি পারদর্শী খেলাধুলাতেও। বিগত কয়েক বছর ধরে এসএসসিতে ধারাবাহিকভাবে ভালো করে আসছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কয়েক যুগ ধরে হকি(বর্তমান রানার্সআপ জাতীয়ভাবে) ও হ্যান্ডবলে এ অঞ্চলের স্কুলগুলোর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল।[৩]
ইতিহাস
সম্পাদনা১৮৮০ খ্রিষ্টাব্দে, শ্যামাচরণ সেন নামে একজন চট্টগ্রামের সমাজকর্মী কর্তৃক মিউনিসিপ্যাল হাই স্কুল প্রতিষ্ঠিত করেন।এটি প্রথম একটি জুনিয়র ইংলিশ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাতা শ্যামাচরণ, মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। [৪]
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- অনুপম সেন, সমাজবিজ্ঞানী এবং একুশে পদক বিজয়ী।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিটি কর্পোরেশনের অধিভুক্ত হবে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল"। banglanews24.com। ৫ মার্চ ২০১৬।
- ↑ "এক আঙিনায় চলছে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান"। বার্তা ২৪।
- ↑ "প্রিয় চট্টগ্রাম"। সমকাল। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪।
- ↑ "চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল"।
বহিসংযোগ
সম্পাদনা- "মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল"। বাংলাদেশ এডুকেশন ডিরেক্টরি। ২৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৪।
- "চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |