ঘূর্ণিঝড় হেলেন ছিল একটি অপেক্ষাকৃত দুর্বল ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা ২০১৩ সালের ১৮ নভেম্বর বঙ্গোপসাগর অঞ্চলে গঠিত হয়। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পদুল এর অবশিষ্টাংশ থেকে এটি উৎপন্ন হয়। নভেম্বরের ১৯ তারিখ IMD একে গভীর বিষণ্নতা বব ০৬ হিসেবে শ্রেণীভুক্ত করে। এটি খুব ধীরে উত্তর পশ্চিম দিকে চলতে চলতে ২০ নভেম্বর ঘূর্ণিঝড় হেলেন গঠন করে পূর্বভারতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত বর্ষণ করে। ২১ নভেম্বর বিকেলে এটি বড় ঝড়ের আকার ধারণ করে।

ঘূর্ণিঝড় হেলেন
প্রবল ঘূর্ণিঝড় (আইএমডি স্কেল)
শ্রেণী ১ (স্যাফির-সিম্পসন স্কেল)
গঠনNovember 19, 2013
বিলুপ্তিNovember 23, 2013
সর্বোচ্চ গতি৩-মিনিট স্থিতি: ১০০ কিমি/ঘণ্টা (৬৫ mph)
১-মিনিট স্থিতি: ১৩০ কিমি/ঘণ্টা (৮০ mph)
সর্বনিম্ন চাপ৯৯০ hPa (mbar); ২৯.২৩ inHg
হতাহত11 total
ক্ষয়ক্ষতি$800 মিলিয়ন (2013 $)
প্রভাবিত অঞ্চলAndhra Pradesh, Odisha
2013 North Indian Ocean cyclone season

আবহাওয়া ইতিহাস সম্পাদনা

প্রস্তুতি এবং প্রভাব সম্পাদনা

ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের সব উপকূলীয় জেলা বিশেষ করে দক্ষিণ উপকূলীয় জেলাসমূহকে সতর্ক করে। জেলা সংগ্রাহককে নির্দেশ দেওয়া হয় উপকূলসংলগ্ন নিম্নাঞ্চলের অধিবাসীদের সরিয়ে নেওয়ার জন্যে।[১] ঝড় প্রভাবিত অঞ্চল থেকে ১১০০ এর অধিক লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রভাবিত এলাকায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর দশটি দল মোতায়েন করা হয় উদ্ধারকাজের জন্যে। ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।[২]

তিনটি জেলে নৌকার ২০ জন নাবিক নিখোঁজ হয়। এর মধ্যে দুটি নিরাপদে ফিরে আসে। বাকি নৌকার সন্ধানে কোস্ট গার্ডের জলযান অবন্তীবাই এবং নেভির হেলিকপ্টার হাল ছেতাক অনুসন্ধান কাজে অংশ নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধার করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Cyclone Helen approaches India's southern coast"Khaleej Times। ২১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৩ 
  2. http://timesofindia.indiatimes.com/india/Cyclone-Helen-wreaks-havoc-in-Andhra-10-die/articleshow/26224697.cms

বহিঃসংযোগ সম্পাদনা