ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজটি টাঙ্গাইল জেলার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের অভ্যন্তরে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এটি জেলা শহর থেকে ৩৬ কি.মি. এবং ঘাটাইল উপজেলা সদর থেকে ৫ কি.মি. উত্তরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শাহ্পুর টি-জংশন থেকে ৩ কি.মি. পূর্বে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। [১]
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ | |
---|---|
অবস্থান | |
শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল, টাংগাইল বাংলাদেশ | |
তথ্য | |
নীতিবাক্য | “বিকশিত হও ভবিষ্যতের জন্য” |
পৃষ্ঠপোষক | মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী,পিএসসি |
প্রতিষ্ঠাকাল | ১৯৯১ খ্রিষ্টাব্দ |
বন্ধ | দুপুর ২ ঘটিকা |
বিদ্যালয় জেলা | টাঙ্গাইল |
সভাপতি | ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল কাদের, পিএসসি |
অধ্যক্ষ | লে. কর্নেল মোঃ ফেরদৌস-উর রহমান খান, ইঞ্জিনিয়ার্স |
শ্রেণি | নার্সারী থেকে দ্বাদশ |
লিঙ্গ | ছেলে- মেয়ে |
বয়সসীমা | ৫-১৮ বছর |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক |
বর্ষপুস্তক | প্রদীপন |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান শাখা নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ১৯৯৬ সালে প্রাথমিক শাখা, ১৯৯৭ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা চালু করে। ২০০৮ সালে জাতীয় পাঠ্যক্রমের আওতায় ইংরেজি মাধ্যম চালু করা হয়।[২]
মূলনীতি ও প্রতীক
সম্পাদনাপ্রতিষ্ঠান মূলনীতি হলো “বিকশিত হও ভবিষ্যতের জন্য”।[৩] প্রতিষ্ঠান প্রতীক হলো হলুদ বর্ণের বর্ডার সংবলিত নেভি ব্লু বৃত্ত এবং বৃত্তের ভিতর ইংরেজিতে বড় হাতের G বর্ণ এবং বৃত্তটির নিচে লেখা GHATAILIANS। যা ঘাটাইলে অবস্থিত আধুনিক প্রতিষ্ঠানকে নির্দেশ করে।[৩]
বিবরণ
সম্পাদনাঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ[৪] বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত। কলেজের অধ্যক্ষ সামরিক বাহিনীর অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফেরদৌস-উর রহমান খান, ইঞ্জিনিয়ার্স।
গ্রুপ বিভাজন
সম্পাদনাঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ কলেজ শাখায় মোট ১১ টি গ্রুপ আছে । এর মধ্যে ৫টি বিজ্ঞান শাখার, ৪টি ব্যবসায় শিক্ষা, ২টি মানবিক বিভাগের গ্রুপ রয়েছে।
এবং স্কুল শাখায় রয়েছে মোট ২৮ টি শাখা ।[৫]
কলেজের সময়-সূচি
সম্পাদনাপ্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা হতে দুপুর ২ টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম হয় । প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে শনিবার কলেজ নিয়ন্ত্রিত শিক্ষক এর মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাস ও বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ক্লাস এর জন্য শনিবার খোলা থাকে ।[৫]
পোশাক বিবরণী
সম্পাদনাছেলে
সম্পাদনাগ্রীষ্মকালীন পোশাকঃ
- হাফ হাতা সাদা শার্ট
- কালো বেল্ট
- নেভি ব্লু ফুল প্যান্ট
- সাদা কেডস্
শীতকালীন পোশাকঃ
- ফুল হাতা সাদা শার্ট
- সবুজ ও লাল চেক টাই
- পুলওভার নেভি ব্লু সোয়েটার
- কালো বেল্ট
- নেভি ব্লু প্যান্ট
- সাদা কেডস্
মেয়ে
সম্পাদনাগ্রীষ্মকালীন পোশাকঃ
- নীল কামিজ
- সাদা ক্রস বেল্ট
- নীল কাপড়ের বেল্ট
- সাদা সালোয়ার
- সাদা কেডস্
শীতকালীন পোশাকঃ
- নীল কামিজ
- সাদা ক্রস বেল্ট
- পুলওভার নেভি ব্লু কার্ডিগান
- নীল কাপড়ের বেল্ট
- সাদা সালোয়ার
- সাদা কেডস্
গ্রন্থাগার
সম্পাদনাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় 50 আসন বিশিষ্ট সহস্রাধিক বইয়ের সমাহার রয়েছে লাইব্রেরীতে । কলেজে ভর্তির সাথে সাথে ছাত্ররা গ্রন্থাগারের সদস্য হয়ে যান এবং লাইব্রেরি কার্ড পেয়ে যান। গ্রন্থাগারে নিয়মিত ৪ টি দৈনিক পত্রিকা, ১টি সাপ্তাহিক ও ৪টি মাসিক ম্যাগাজিন রাখা হয়। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ জার্নাল ও ম্যাগাজিন অনিয়মিতভাবে রাখা হয়। বইসমূহ লাইব্রেরি কার্ডের প্রেক্ষিতে ধার নেয়া যায়, তবে অভিধান, এনসাইক্লোপিডিয়া, হ্যান্ডবুক ইত্যাদি দুষ্প্রাপ্য বইসমূহ কেবল গ্রন্থাগারেই ব্যবহার্য।
খেলাধুলা
সম্পাদনাকলেজ পর্যায়ের খেলাধুলায় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিভিন্ন সময় প্রতিভার স্বাক্ষর রেখেছে। কলেজ প্রাঙ্গণে ফুটবল, ক্রিকেট ইত্যাদি আউটডোর খেলার সুবিধা দিতে বিশাল মাঠ রয়েছে। এছাড়া আছে বাস্কেটবল মাঠ ,ব্যাডমিন্টন মাঠ, হ্যান্ডবল মাঠ । কলেজে আছে ইনডোর খেলার সুব্ধাও । সেখানে শিক্ষার্থীরা টেবিল টেনিস, দাবা খেলতে পারে । কলেজের ছাত্রদেরকে খেলাধুলার সুবিধা দিতে রয়েছে একটি খেলার সরঞ্জাম ধার দেয়ার অফিস। সেখানে ছাত্ররা নিজেদের কলেজ আইডি কার্ড প্রদর্শনপূর্বক বিভিন্ন প্রকার খেলাধুলার সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করতে পারেন।
বিজ্ঞানাগার
সম্পাদনাপ্রতিষ্ঠান রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি । অর্ধকোটি অর্থে ল্যাবরেটরি তে নির্মিত রয়েছে সকল ধরনের সুযোগ-সুবিধা । সেখান থেকে যেকোনো ধরনের রাসায়নিক পরীক্ষা এবং শিক্ষা গ্রহণ করে থাকে । প্রতিষ্ঠানটিতে ব্যবহারিক শিক্ষার উপর বিশেষ জোর দেয়া হয় ।[৬]
কমন রুম
সম্পাদনাপ্রতিষ্ঠানটির মেয়েদের জন্য রয়েছে কমনরুম যেখানে যে কোন বিরতিতে বই, পত্রিকা এবং বিভিন্ন ধরনের ইনডোর গেমস চলতে পারে
ক্যান্টিন ও সততা কর্নার
সম্পাদনাকলেজে অভ্যন্তরে রয়েছে আধুনিক নিজস্ব ক্যান্টিন যেখান থেকে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারে এবং শিক্ষার্থীদের সততা বৃদ্ধিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে সততা কর্নার যেখানে শিক্ষার্থীরা বিক্রেতা বিহীন দোকান থেকে দ্রব্যাদি কিনে নিজেদের সততার পরিচয় দিয়ে থাকে ।
শিক্ষা-সহায়ক কার্যক্রম
সম্পাদনালেখাপড়ার পাশাপাশি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষা-সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ কারণে প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ কলেজের ছাত্ররা বরাবরই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। কলেজের ক্লাব সমূহ হলোঃ
- বিতর্ক ক্লাব
- গণিত ক্লাব
- বিজ্ঞান ক্লাব
- সাধারণ জ্ঞান ক্লাব
- নাটক ও আবৃত্তি ক্লাব
- সঙ্গীত ক্লাব
- ইংরেজি ভাষা ক্লাব
- ICT club
প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সর্বনিম্ন একটি ক্লাবের সাথে যুক্ত ।[৭]
বিশেষ সংগঠনঃ
প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষায় রয়েছে কিছু বিশেষ সংগঠন । তারা কলেজের নিয়ম শৃঙ্খলা রক্ষায় প্রতিষ্ঠানকে সাহা্য্য করে থাকে ।
- রোভার স্কাউট ও গার্লস গাইড [৮]
- বিএনসিসি [৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "Ghatail Cantonment Public School & College"। Facebook।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০।