ঘাগড়া তৈমা ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়ার অবস্থিত। এটি রাঙ্গামাটি জেলার আকর্ষণীয় ঝর্ণাগুলোর মাঝে একটি।[১]রাঙ্গামাটি সড়কের ঘাগড়া সেনাবাহিনী ক্যাম্প থেকে ৩-৪ কিলোমিটার এগিয়ে গেলে কলাবাগান এলাকা এবং এই এলাকায় এই ঝর্ণাটি অবস্থিত |

অবস্থান সম্পাদনা

এটি পার্বত্য রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়া অঞ্চলের কলাবাগানে এই ঝর্ণার অবস্থিত। ।ঘাগড়ার কলাবাগান এলাকার মূল সড়ক থেকে হাতে বামে ছোট একটা ছড়া পেরিয়ে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার হাঁটলেই প্রধান ঝর্ণায় পৌঁছে যাবেন[২]| ঘাগড়া ঝর্ণার আসা যাওয়ার পথে সব মিলিয়ে ৫-৬ ছোট বড় ঝর্ণার দেখা পাওয়া যায়। ঝর্ণা রাস্তাটি একটু পিচ্ছিল এবং সারা বর্ষাকালে এই ঝর্ণায় পানি প্রবাহিত হয়ে থাকে |[৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মুমু, ফাতেমা জান্নাত। "নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি ঝর্ণা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩ 
  2. "বর্ষায় দেখে আসুন রাঙ্গামাটির অন্য রূপ"। জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩ 
  3. চাকমা, নিউটন। "পর্যটকদের পদচারণায় মুখর রাঙ্গামাটির ঘাগড়া ঝর্ণা"। আগামী নিউজ। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩ 
  4. "ঘুরতে আসুন অপরূপ রাঙামাটি"। সিভয়েস ২৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩