ঘরে-বাইরে (উপন্যাস)

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
(ঘরে বাইরে (উপন্যাস) থেকে পুনর্নির্দেশিত)

ঘরে-বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস।[][] এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি ১৯১৬ সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক; বিশেষত পরস্পরের আকর্ষণ-বিকর্ষণের বিশ্লেষণ।

ঘরে-বাইরে গ্রন্থের প্রচ্ছদ

ঘরে-বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসের প্রকাশকাল ১৯১৬। ১৯৮৪ সালে প্রখ্যাত ভারতীয় চিত্রপরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত করেন।

বিষয়বস্তু

সম্পাদনা

স্বামী নিখিলেশের প্রতি অনুরাগ সত্ত্বেও এই কাহিনীর নায়িকা বিমলা বিপ্লবী সন্দীপের দ্বারা তীব্রভাবে আকর্ষিত। একদিকে বাইরে জাতীয় আন্দোলনের উত্তেজনা অন্যদিকে তিনটি মানুষের জীবনে টানাপোড়ন - রাজনীতি ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব এই দুই মিলে উপন্যাস।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rabindranath Tagore"poetrabindranathtagore.tripod.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১০ 
  2. "Bengali"www.visvabharati.ac.in। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১০ 
  3. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)