গ্রে ব্যারন

কীটপতঙ্গের প্রজাতি

গ্রে ব্যারন
Grey Baron
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Euthalia
প্রজাতি: E. anosia
দ্বিপদী নাম
Euthalia anosia
(Moore, 1857)[১]

আকার সম্পাদনা

গ্রে ব্যারন এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৬৫-৮৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।

উপপ্রজাতি সম্পাদনা

  • E. a. anosia Assam, Burma, Thailand, Yunnan
  • E. a. phernes Fruhstorfer, 1913 Sikkim
  • E. a. saitaphernes Fruhstorfer, 1913 Sikkim
  • E. a. yenadora Fruhstorfer, 1913 Java
  • E. a. bunaya Fruhstorfer, 1913 Peninsular Malaya, Sumatra
  • E. a. dodanda Fruhstorfer, 1913 Malay
  • E. a. yapola Fruhstorfer, 1913 Borneo
  • E. a. pagiana Corbet, 1942 Mentawei Island
  • E. a. mindanaensis Schröder & Treadaway, 1978 Philippines (Mindanao)
  • E. a. yao Yoshino, 1997 Guanxi

ভারতে প্রাপ্ত গ্রে ব্যারন এর উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত গ্রে ব্যারন এর উপপ্রজাতি হল-[২]

  • Euthalia anosia anosia Moore, 1857 – Assam Grey Baron

বিস্তার সম্পাদনা

ভারত (সিকিম থেকে অরুণাচল প্রদেশ ও উত্তর পূর্ব ভারত) বাংলাদেশ, মায়ানমার এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[৩]

বর্ণনা সম্পাদনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

স্ত্রী-পুরুষ উভয় প্রকারেই সামনের ডানা শীর্ষভাগে (apex) ভীষণভাবে কাস্তের ন্যায় বাঁকানো (highly falcate)। পুরুষ নমুনার পিছনের ডানার টরনাস স্ত্রী অপেক্ষা অধিক উত্থিত (raised); টার্মেন গোলাকৃতি ও টরনাসের আগে অবতল (concave)। স্ত্রী নমুনায় পিছনের ডানা সমভাবে গোলাকৃতি।

ডানার উপরিতল : ডানার উপরিতল সবজে-বাদামি ও ছাইরঙা ধূসর আঁশে ছাওয়া।

সামনের ডানা: সামনের ডানায় চওড়া, বিকীর্ণ, ফ্যাকাশে ছাইরঙা একটি ডিসকাল বন্ধনী বর্তমান যেটি কোস্টা থেকে ডরসাম অবধি আড়াআড়িভাবে বিস্তৃত ও কোস্টার দিকে ঈষদ বাঁকানো। ডিসকাল বন্ধনীর বাইরের প্রান্ত অস্পষ্টভাবে কালচে আঁশে ছাওয়া। সেলের মধ্যে সরু সাদা-কালো দাগ দ্বারা আবৃত দুটি ইংরেজি B আকৃতির মতো গঠন চোখে পরে যা কমন ব্যারন-এর ক্ষেত্রেও দেখা যায়। স্ত্রী নমুনায় সেলের বাইরে ২ বা ৩ নং শিরামধ্য (inter-space) থেকে কোস্টা পর্যন্ত একটি সাদা সুস্পষ্ট ডিসকাল ছোপের ছোট সারি বিদ্যমান।

পিছনের ডানার উপরিতলে স্ত্রী-পুরুষ উভয় নমুনাতেই ডানার গোড়ার অংশে (base) সরু কালো দাগ দ্বারা আবৃত বিভিন্ন আকৃতির কতকগুলি ফ্যাকাশে ছোট ছোপ লক্ষ্য করা যায়। শীর্ষভাগ থেকে ডরসাম অবধি বক্রভাবে বিস্তৃত পোস্ট-ডিসকাল একসারি অস্পষ্ট কালচে বিন্দু দেখা যায়। ডরসাম কালচে বাদামি বা ঈষদ লালচে বাদামি ও রোঁয়াযুক্ত।

ডানার নিম্নতল : ডানার নিম্নতল ধূসরাভ সবুজ।

সামনের ডানায় সেল-এর দাগগুলি অনুরূপ। ডানার একদম শীর্ষবিন্দুর নিচে লম্বাটে, ছোট, ঈষদ সাদা ও অস্পষ্ট একটি ছোপ চোখে পড়ে। ডিসকাল, পোস্ট-ডিসকাল ও সাব-টার্মিনাল অংশ সরু ছোটছোট কালচে দাগে অস্পষ্টভাবে চিত্রিত।

পিছনের ডানার গোড়ার একটু বাইরের দিকে (sub -besal) সরু কালো দাগে ঘেরা কয়েকটি বিভিন্ন আকৃতির চিত্রিত গঠন দেখা যায়| পোস্ট-ডিসকাল কালো ক্ষুদ্র ছোপ বা বিন্দুর সারিটি ভীষণ অস্পষ্ট ও ডরসাম ধূসর সাদা।

শুঙ্গ ঈষদ বাদামি। মাথা, বক্ষদেশ (thorux) ও উদর উপরিতলে সবজে বাদামি ও নিম্নতলে ধূসর সাদা।[৩][৪][৫]

আচরণ সম্পাদনা

এই প্রজাতি দুর্লভ এবং খুব কম দর্শন মেলে। সে কারণে এদের অভ্যাস ও বসবাস বিষয়ক তথ্য কমই পাওয়া যায়। এরা দ্রুত উরানবিশিষ্ট। কম উচ্চতাসম্পন্ন বনাঞ্চলে এদের বিচরণ ও উড়ান চোখে পরে এবং মাটির উপর ভিজে ছোপে বসতে দেখা যায়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Moore,F. [1858] in Horsfield & Moore A Catalogue of the Lepidopterous Insects in the Museum of the Hon. East-India Company
  2. "Euthalia anosia Moore, 1857 – Grey Baron"। ১৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮ 
  3. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা ৯৭। 
  4. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৩৮৩। আইএসবিএন 978 019569620 2 
  5. Wynter-Blyth, M.A. (২০০৯)। Butterflies of the Indian Region (ইংরেজি ভাষায়) (Reprint সংস্করণ)। Today and Tomorrow's Printers and Publishers। পৃষ্ঠা ১৬৬। আইএসবিএন 978 817019232 9 
ভারতের প্রজাপতি]]
আসামে প্রাপ্ত নিমফ্যালিডি গোত্রের প্রজাপতির]]