গ্রেটার সিয়াটিক নচ

গ্রেটার সিয়াটিক নচ হল ইলিয়ামের একধরনের নীচু খাঁজ বা অবদমিত অংশ। এটি শ্রোণিচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এর উপরে পশ্চাদবর্তী নিম্ন ইলিয়াক স্পাইন ও নীচে ইস্চিয়াল স্পাইন অবস্থান করছে। স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট এটিকে খাঁজ থেকে গহ্বরে পরিণত করেছে যার নাম গ্রেটার সিয়াটিক ফোরামেন

গ্রেটার সিয়াটিক নচ
লাল বর্ণে চিহ্নিত গ্রেটার সিয়াটিক নচ (কোমরের অস্থিসমূহ)
লাতিনIncisura ischiadica major
টিএA02.5.01.009
শাভিমFMA:16902
হাড়ের শারীরবৃত্তীয় পরিভাষা

স্ত্রীলোকের ক্ষেত্রে (৭৪.৪°) পুরুষদের (৫০.৪°) তুলনায় এটি চওড়া হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:শ্রোণিচক্র