জার্মানিএসেনে অবস্থিত একটি থিয়েটার হলো গ্রিলো থিয়েটার। ফ্রেডরিক গ্রিলো নামের একজন  শিল্পপতি এই দালান নির্মাণ করেন বলে তার নামেই এই থিয়েটারের নামকরণ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ১৮৯২ সালে লেসিং-এর ড্রামা ‘মিন্না ভন বার্নহেম’ এর মাধ্যমে এর উদ্ধোধন করা হয়।

১৯১০ সালের গ্রিলো থিয়েটার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি খুবই খারাপভাবে নষ্ট হয়ে যায়। ১৯৫০ সালে এটি পুনরায় সংস্কার করে ওয়াগনারের অপেরা 'Die Meistersinger von Nürnberg' এর মাধ্যমে পুনরায় চালু করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা