গ্রাচিয়া ইন্ডিয়া

গ্রাচিয়া ইন্ডিয়া হল ইতালীয় মহিলাদের ফ্যাশন এবং সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন গ্রাচিয়া-এর ভারতীয় সংস্করণ। এটি গ্রাচিয়ার ১০ম আন্তর্জাতিক সংস্করণ। মাসিক ম্যাগাজিনটি ফ্যাশন, স্বাস্থ্য, এবং বর্তমান ঘটনাবলী নিয়ে লিখে।[৩] [৪]

গ্রাচিয়া
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
সংবহন৬৫,০০০ [১]
প্রকাশকঅনুপমা ভাল্লা [২]
প্রথম প্রকাশ৭ এপ্রিল ২০০৮
দেশভারত
ভাষাইংরেজি
ওয়েবসাইটগ্রাজিয়া.কো.ইন

ইতিহাস সম্পাদনা

গ্রাজিয়ার ভারতীয় সংস্করণের প্রথম সংখ্যাটি এপ্রিল ২০০৮ সালে প্রকাশিত হয়, এতে বিপাশা বসুকে প্রচ্ছদে দেখানো হয়। ২০০৮ সালের ৭ই এপ্রিল ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া এটি চালু করে। আর্নল্দো মন্দাদোরি এদিতোরে-র মালিকানাধীন গ্রাজিয়া থেকে ভারতে প্রকাশের লাইসেন্স নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া ভারতে এটি প্রকাশ করে।

২০০৪ সালে চালু হওয়া, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া মূলত দ্য টাইমস গ্রুপ এবং বিবিসি ওয়ার্ল্ডওয়াইডের একটি যৌথ উদ্যোগ। ২০১১ সালের অক্টোবর থেকে এটি দ্য টাইমস গ্রুপের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারিতে পরিণত হয়। এছাড়াও সংস্থাটি ফেমিনা, ফিল্মফেয়ার, টপ গিয়ার, গুডহোমস ম্যাগাজিন, লোনলি প্ল্যানেট ম্যাগাজিন এবং হ্যালো ইন্ডিয়া প্রকাশ করে।

নন্দিনী ভাল্লা ম্যাগাজিনের প্রাক্তন প্রধান সম্পাদকদের মধ্যে একজন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "India"Grazia International (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  2. "Contact-us"Worldwide media। ৫ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩ 
  3. "Grazia"। Worldwide media। ৭ এপ্রিল ২০০৮। ১৭ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩ 
  4. "Worldwide Media to launch fashion magazine Grazia"Afaqs। ১৪ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা