গ্যালিপলি
গ্যালিপলি উপদ্বীপ (ইংরেজি: Gallipoli, তুর্কি: Gelibolu Yarımadası; গ্রীক: Καλλίπολη অর্থঃ "সুন্দর শহর") তুরষ্কের ইউরোপীয় অংশে অবস্থিত একটি এলাকা। এর পশ্চিমে এজিয়ান সাগর এবং পূর্বে দার্দানেল্লেস। গ্যালিপলি শব্দটি গ্রীক শব্দ কাল্লিপলিস থেকে এসেছে। যার অর্থ সুন্দর শহর।[১] প্রাচীন কালে এই অঞ্চল থ্যারাসিয়ান চেরসোনেস নামে পরিচিত ছিলো। (লাতিন: Chersonesus Thracica, গ্রীক: Θρακική Χερσόνησος)।
হেলেসপন্ট (বর্তমান নাম দার্দানেল্লেস) এবং মেলাস উপসাগর (বর্তমান নাম সারস উপসাগর) এর মাঝে উপদ্বীপ অঞ্চল দক্ষিণ-পশ্চিমে বিস্তৃত ছিলো। আগোরা নামক স্থানে মোটা প্রাচীর দ্বারা এই অঞ্চল সুরক্ষিত ছিলো।[২] দেয়ালটি ৬.৫ কি.মি. প্রশস্ত ছিলো[৩] এবং লম্বা ছিলো ৭৭.৫ কি.মি.[৩]। ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রবাহিনী গ্যালিপলিতে বেশ কিছু ব্যর্থ আক্রমণ পরিচালনা করে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Καλλίπολις, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, at Perseus project
- ↑ Xenophon, Hellenica, iii. 2; Diodorus Siculus, Bibliotheca, xiv. 38; Pliny, Natural History, iv. 18; Agathias, Histories, v; Plutarch, Parallel Lives, "Pericles", 19
- ↑ ক খ হেরোডেটাস, The Histories, vi. 36; Xenophon, ibid.; Pseudo-Scylax, Periplus of Pseudo-Scylax, 67 (PDF)