গ্যাংরিন
গ্যাংরিন একটি গুরুতর ও সম্ভাব্য প্রাণঘাতী অবস্থা সংঘটিত হয় শরীরের টিস্যু মারা গেলে।[১][২] কোন আঘাত বা সংক্রমণের ফলে অথবা রক্ত সঞ্চালনের কোনো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা ভোগার ফলে এটি হতে পারে।[২] গ্যাংরিন প্রাথমিক কারণ রক্ত সঞ্চালনের টিস্যুর কমে যাওয়া যেটি কোষের মৃত্যুর কারণ।[৩] ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদী ধূমপান গ্যাংরিনের ঝুঁকি বৃদ্ধি করে।[২][৩]
গ্যাংরিন | |
---|---|
বিশেষত্ব | অস্ত্রোপচার ![]() |
বিভিন্ন ধরনের গ্যাংরিন বিদ্যমান যেমন শুকনো গ্যাংরিন, ভিজা গ্যাংরিন, গ্যাস গ্যাংরিন, অভ্যন্তরীণ গ্যাংরিন এবং নেক্রোটাইজিং ফেসসিটিস।[১][২] আক্রান্ত শরীরের চিকিত্সা গুলো হল অ্যান্টিবায়োটিক, রক্তনালী সার্জারি, ম্যাগগট থেরাপি বা হাইপারবারিক অক্সিজেন থেরাপি।[৪] তবে গ্যাংরিন নিরাময়ের সর্বাধিক কার্যকর চিকিৎসা হলো রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক মেথড।
গ্যালারিসম্পাদনা
Dry gangrene with dead toes and visible bone of 85-year-old female (left leg)
Severe infection – wet gangrene in center
Diabetic ulceration with central "dry" gangrene and, toward the edges, wet gangrene with some ascending cellulitis
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ Porth, Carol (২০০৭)। Essentials of pathophysiology। Lippincott Williams & Wilkins। পৃষ্ঠা 41। আইএসবিএন 978-0-7817-7087-3। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১৫।
- ↑ ক খ গ ঘ "Gangrene – Introduction"। NHS Health A–Z। NHS। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১৫।
- ↑ ক খ "Gangrene – Causes"। NHS Health A–Z। National Health Service (England)। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১৫।
- ↑ "Gangrene – Treatment"। NHS Health A–Z। National Health Service (England)। সংগ্রহের তারিখ ২০১০-০৬-১৫।