আয়িলিয়াম থিরুনাল গৌরি রুক্মিণী বাই ছিলেন ত্রাভাঙ্কোর স্টাইলের আটিঙ্গাল ইলায়া থামপুরানের কনিষ্ঠ মহারানি।[১]

গৌরী রুক্মিণী বাই
জন্ম১৮০৯
মৃত্যু১৮৩৭
ধর্মহিন্দু

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

রুক্মিণী বাই ১৮০৯ সালে রাজকুমারী আথাম থিরুনালের কোলে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন ত্রাভাঙ্কোর রাজকীয় পরিবারের আটিঙ্গালের জ্যৈষ্ঠ রানী। তার স্বাথি থিরুনাল রামা ভার্মা নামের একজন ছোট ভাই ছিল।[২]

পূর্ণ নাম সম্পাদনা

মহামান্য শ্রী পদ্মনাভ সেভিনী ভাঞ্চিপালা দ্যুমনি রাজ রাজেশ্বরী মহারানি আয়িলিয়াম থিরুনাল গৌরি রুক্মিণী বাই, ত্রাভাঙ্কোরের কনিষ্ঠ মহারানি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "TRAVANCORE Rulers of the principality in southern India"। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  2. "Sri Swathi Thirunal Rama Varma"✍pedia (ইংরেজি ভাষায়)। ২০১০-০৩-০৩। ২০১৭-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৪