গোলাম হোসেন সেলিম

(গোলাম হুসাইন সেলিম থেকে পুনর্নির্দেশিত)

গোলাম হোসেন সলিম ছিলেন একজন ইতিহাসবিদ। তিনি বাংলায় বসতি স্থাপন করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হন। কোম্পানির বাণিজ্যিক রেসিডেন্ট জর্জ উডনির অধীনে তিনি কাজ করেছেন। উডনির অনুরোধে তিনি বাংলার ইতিহাস বিষয়ক রিয়াজুস সালাতিন নামক গ্রন্থ রচনা করেছেন। ১৭৮৭-৮৮ সালে এর রচনা সমাপ্ত হয়। গোলাম হোসেন সলিম ১৮১৭-১৮ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা