গোলাম মুসাব্বির রাকিব

জনপ্রিয় বাংলাদেশী গায়ক, সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও রেকর্ড প্রযোজক

রাকিব মুসাব্বির ( জন্ম: ১ ডিসেম্বর ১৯৮৮) তিনি একজন জনপ্রিয় বাংলাদেশী গায়ক, সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও রেকর্ড প্রযোজক । তার প্রথম একক অ্যালবাম ২০০৮ সালে (যারে আমার মন) প্রকাশের পরে রাকিব মুসাব্বির জনপ্রিয় হয়েছিলেন। তিনি লোক, পপ এবং রক গান গেয়ে থাকেন। [১]

রাকিব মোসাব্বির
রাকিব মোসাব্বির
প্রাথমিক তথ্য
জন্মনামগোলাম মোসাব্বির রাকিব
জন্ম (1988-12-01) ১ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
ভৈরব, বাংলাদেশ
উদ্ভবঢাকা বাংলাদেশ
ধরনরক,পপ,লোক সংগীত
পেশাসংগীতশিল্পী,সুরকার,গান লেখক
বাদ্যযন্ত্রকিবোর্ড,গিটার,ভোকাল
কার্যকাল২০০৮ -বর্তমান
লেবেললেজার ভিশন , সিডি চয়েজ,সাউন্ডটেক,গানচিল
ওয়েবসাইটrakibmusabbir.com

জীবনী সম্পাদনা

তিনি ১৯৮৮ সালের ১ ডিসেম্বর বাংলাদেশের ভৈরব শহরে এক সম্ভ্রান্ত হাজী মুসলিম পরিবারে বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছেন [১] । তিনি আরএম মিউজিক ফ্যাক্টরি নামে নিজ শহর ভৈরবে নিজের বাড়িতে স্টুডিও স্থাপন করেছিলেন [১] । রাকিব মুসাব্বির ২০০৭ সাল থেকে সংগীত ব্যবসায় সক্রিয় আছেন তিনি।

কর্মজীবন সম্পাদনা

২০০৮ সালে, তিনি তার প্রথম একক অ্যালবাম যারে আমার মন প্রকাশ পেয়েছিল, লোক এবং আধুনিক সংগীতের মিশ্রণ। [১]

পরের কয়েক বছরে, রকিব আটটি অ্যালবাম প্রকাশ করেছে: বৈশাখ এলো, তার দ্বিতীয় একক অ্যালবামটি সাউন্ডটেক ২০১০ সালে প্রকাশিত; মাধবী লতা, তার প্রথম অ্যালবামটি ২০১০ সালে লেজার ভিশন দ্বারা প্রকাশিত; ২০১১ সালে লেজার ভিশন দ্বারা প্রকাশিত তার দ্বিতীয় অ্যালবাম জানি তুমি; অভিমানি আকাশ, ২০১২ সালে গাঞ্চিল প্রকাশিত আসিফ ইকবালের সাথে তার তৃতীয় অ্যালবাম; সুখ পাখি, সিডি চয়েস ২০১৩ সালে প্রকাশিত তার তৃতীয় একক অ্যালবাম; রোদেরা আকাশ, তার চতুর্থ অ্যালবাম সিডি চয়েস দ্বারা প্রকাশিত ২০১৪ নন্দনী, লেজার ভিশন দ্বারা ২০১৪ এ প্রকাশিত তার ৫ম তম অ্যালবাম। ২০১৪ সালে সিডি চয়েস দ্বারা প্রকাশিত তার চতুর্থ একক অ্যালবাম ভালবাসা এমনই; এবং তার আসন্ন অ্যালবাম রামু মিশ্রণ (ভলিউম -১) এবং সাজনা এই বছরের শীঘ্রই আসছে। তিনি তার সমস্ত অ্যালবামে নতুন কণ্ঠ এবং কিছু বিখ্যাত কণ্ঠ দিয়েছেন। রাকিব প্রথম মিশ্র অ্যালবাম জেগে উঠো (লেজার ভিশন ২০১১)।

অ্যালবাম সম্পাদনা

বছর নাম ধরন লেবেল
২০০৮ যারে আমার মন একক সাউন্ডটেক[১]
২০১০ বৈশাখ এলো একক সাউন্ডটেক[১]
২০১০ মাধবী লতা মিশ্র লেজার ভিশন[১]
২০১১ জানি তুমি মিশ্র লেজার ভিষন[১]
২০১২ অভিমানী আকাশ মিশ্র গাংচিলl[১]
২০১৩ সুখ পাখি একক সিডি চয়েজ[১]
২০১৪ রোদেলা আকাশ মিশ্র সিডি চয়েজ[২]
২০১৪ নন্দনী মিশ্র লেজার ভিষন
২০১৪ ভালবাসা এমনই একক সিডি চয়েজ[৩]
২০১৫ রামু মিক্স (ভলি-1) একক টোন ফেয়ার
২০১৫ সাজনা মিশ্র টোন ফেয়ার
২০১৬ বিরোহের যাদুঘর ইউ ফ্যাক্টর[৪]

| ২০১৬ || মায়াবতী ময়না || একক || লেজার ভিশন ||

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংগীত শিল্পী"The New Nation। ২৯ অক্টোবর ২০১৩। ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৫ – HighBeam Research-এর মাধ্যমে। 
  2. "রোদেলা"The New Nation। Dhaka। ৯ ফেব্রুয়ারি ২০১৪। ২২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭ 
  3. "জি সিরিয়াস ও অগ্নিবিনা ৭৭ টি রিলিজ"The Daily Observer। Dhaka। ২৭ জুলাই ২০১৪। ২২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭ 
  4. "সানিয়া সাবরিনা"The New Nation। Dhaka। ২৮ এপ্রিল ২০১৬। ২৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭