গোবিন্দগঞ্জ পৌরসভা

গাইবান্ধা জেলার একটি পৌরসভা

প্রতিষ্ঠাঃ গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ একটি জনবহুল এলাকা।এই পল্লী এলাকাকে ১৯৯৮ সালের ২৫ আগস্ট পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়।এই পৌরসভার জন্মকাল ২৫ আগস্ট ১৯৯৮ ইং হলেও পৌর নাগরিক সেবার মান ও আয় বৃদ্ধির ফলে ২০১৪ সালে পৌরসভাটি প্রথম শ্রেনীতে উন্নতি হয়েছে।

অবস্থানঃবর্তমানে বর্ধনকুঠিতে পৌরসভা কার্যালয়ের স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে।

আয়তনঃ গোবিন্দগঞ্জ পৌরসভার আয়তন ১২.৭১ কিলোমিটার।

জনসংখ্যাঃ ৩৮,৪১৫ জন; পুরুষ-১৯৩৬২, নারী-১৯০৫৩ জন।

সড়কঃ মোট সড়কের দৈর্ঘ্য-৫২.২৯ কিলোমিটার।

  • কাঁচা রাস্তা-৩২.১৩ কিলোমিটার
  • সেমি পাকা-১০.২৭ কিলোমিটার
  • পাকা রাস্তা-৯.৮৯ কিলোমিটার
  • ব্রিজ-৫টি
  • কালভাট-৬৪টি

ড্রেনঃমোট ড্রেনের দৈর্ঘ্য-২৮.০৪

  • কাঁচা ড্রেন-১৪.০২ কিলোমিটার
  • আরসিসি ড্রেন-৯.০২ কিলোমিটার
  • ব্রিক ড্রেন-৩.০০ কিলোমিটার
  • প্রাইমারী খাল/ড্রেন-২.০০ কিলোমিটার।

ধর্মীয় স্থাপনাঃ

  • মসজিদ-৭২টি
  • ঈদগাহ মাঠ-১৮টি
  • মন্দির-১৪টি
  • শ্মাশ্বান-৩টি

হাসপাতালঃ

হোল্ডিং সংখ্যাঃ ৯৭১৮ টি(ক্রমবর্ধমান)।

ওয়ার্ডঃ ৯ট।

পোষ্ট অফিসঃ ২টি।

উপজেলা অফিসঃ ১টি।

ভূমি অফিসঃ ১টি।

পুলিশ স্টেশনঃ ১টি।

খাবার হোটেলঃ ৪৮টি।

আবাসিক হোটেলঃ ৪টি।

এতিম খানাঃ ২টি।