গোপালপুর বন্দর হল ভারতের পূর্ব উপকূলের রাজ্য ওড়িশার একটি ছোট সমুদ্র বন্দর। বন্দরটি বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে। এই বন্দরের দ্বার ওড়িশার সমুদ্র বাণিজ্য যেমন বাড়বে, তেমন শিল্প ও কর্মসংস্থান হবে।

গোপালপুর বন্দর
গোপালপুর বন্দরে পণ্য বোঝাই জাহাজ
অবস্থান
দেশ ভারত
স্থানাঙ্ক২১°০৭′ উত্তর ৮৬°১৫′ পূর্ব / ২১.১২° উত্তর ৮৬.২৫° পূর্ব / 21.12; 86.25
বিস্তারিত
পরিচালনা করেগোপালপুর পোর্ট ট্রাস
মালিকসারা ইন্টারন্যশনাল এবং ঊড়িষ্য স্টেভেটরস লি.টি.ড
পোতাশ্রয়ের ধরনপ্রাকৃতিক পোতাশ্রয় (সমুদ্র বন্দর)
উপলব্ধ নোঙরের স্থান৫ টি
পরিসংখ্যান
বার্ষিক কার্গো টন৫ মিলিয়ন টন (২০১৯-২০২০)[১]

পোতাশ্রয় সম্পাদনা

বন্দটির পোতাশ্রয়টি প্রাকৃতিক এবং এর গভীরতা ১৮.৫ মিটার।এই বন্দরে ১২০,০০০ ডিডব্লিউটি (DWT) কার্গ জাহাজ ও চলাচলের উপযোগি।এই বন্দরে রয়েছে ৫ টি জেটি বা বার্থ।

যোগাযোগ সম্পাদনা

বন্দরটি কলকাতা-চেন্নাই রেলপথ ও মহাসড়কের সঙ্গে যুক্ত। ৫নং মহাসড়ক থেকে এই বন্দর ৬ কিমি দীর্ঘ ২১৭ নং মহাসড়ক দ্বারা যুক্ত। বন্দরটি পারাদ্বীপ থেকে ১৬০ কিমি এবং বিশাখাপত্তনম থেকে ২৬০ কিমি দূরে অবস্থিত।

পশ্চাত ভূমি সম্পাদনা

বন্দরটির পশ্চাত ভূমি যতেষ্ট উন্নত। ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় রাজ্য হল এই বন্দরের পশ্চাত ভূমি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Dhamra And Gopalpur Emerging As Large Deep Ports On East Coast"। ommcomnews.com। ১৯ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১