গুল বর্ধন
গুল বর্ধন (১৯২৮ - ২৯ নভেম্বর ২০১০) ছিলেন একজন স্বনামধন্য নৃত্য পরিকল্পনাকার এবং থিয়েটার ব্যক্তিত্ব। তিনি ভারতের মধ্য প্রদেশের রাজধানী ভূপাল বা ভোপাল -এ বসবাস করতেন। তিনি প্রধানত ব্যালে নৃত্যের সাথে যুক্ত ছিলেন। তিনি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন লিটল ব্যালে ট্রুপ -এর যুগ্ম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। লিটল ব্যালে ট্রুপ হল ১৯৫২ সালে বোম্বাই (বর্তমান ভারতের মুম্বাই শহর) শহরে প্রতিষ্ঠিত একটি নাচ এবং পুতুল নাচ কোম্পানি।[১] প্রাথমিকভাবে গুল বর্ধন -এর স্বামী শান্তি বর্ধন এই লিটল ব্যালে ট্রুপ -এর পরিচালনার দায়িত্বে ছিলেন।
১৯৫৪ সালে দুর্ভাগ্যবশত শান্তি বর্ধন -এর জীবন অবসান হয়। তার স্বামীর মৃত্যুর পরে গুল বর্ধন লিটল ব্যালে ট্রুপ -এর পরিচালনার দায়ভার নিজের হাতে তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সাথে লিটল ব্যালে ট্রুপ -কে উজ্বল ভবিষ্যতের দিকে চালিত করতে থাকেন।[১][২] পরবর্তীকালে লিটল ব্যালে ট্রুপ -এর নাম পরিবর্তিত হয় এবং নতুন নাম রাখা হয় রঙ্গশ্রী লিটল ব্যালে ট্রুপ। গুল বর্ধন ও তার রঙ্গশ্রী লিটল ব্যালে ট্রুপ পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান করেন। নৃত্যকলার ক্ষেত্রে তারা বিশেষ জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন।[৩] গুল বর্ধন সংগীত নাটক একাডেমি পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন। ২০১০ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার -এ সম্মানিত করা হয়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Nair, Shashidharan (১০ ডিসেম্বর ২০১০)। "To Guldi with love"। The Hindu। ১৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
- ↑ Ramanath, Renu (২১ মে ২০১১)। "A dazzling piece preserved from the past"। Narthaki। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
- ↑ Chkrvorty, Runa (২০০৭)। "An affair with dance"। Harmony India। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
- ↑ "Press note" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২৫ জানুয়ারি ২০১০। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।