গুয়াদলুপীয় ফুটবল লিগ

গুয়াদলুপীয় ফুটবল লিগ (ফরাসি: Ligue Guadeloupéenne de Football, ইংরেজি: Guadeloupean League of Football; এছাড়াও সংক্ষেপে জিএলএফ নামে পরিচিত) হচ্ছে গুয়াদলুপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫৫ বছর পর ২০১৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গুয়াদলুপের রাজধানী পয়েঁত-আ-পিত্রে অবস্থিত।

গুয়াদলুপীয় ফুটবল লিগ
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৫৮; ৬৬ বছর আগে (1958)[]
সদর দপ্তরপয়েঁত-আ-পিত্র, গুয়াদলুপ
ফিফা অধিভুক্তিনেই
কনকাকাফ অধিভুক্তি১৯৮৩ (পর্যবেক্ষক)[]
১৯৯১ (সহযোগী সদস্য)[]
২০১৩ (পূর্ণ সদস্য)[]
সভাপতিগুয়াদলুপ জঁ দারত্রন
ওয়েবসাইটliguefoot-guadeloupe.fff.fr

এই সংস্থাটি গুয়াদলুপের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে গুয়াদলুপ অনার বিভাগ, কুপ দে গুয়াদলুপ এবং কুপ ডিওএমের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গুয়াদলুপীয় ফুটবল লিগের সভাপতির দায়িত্ব পালন করছেন জঁ দারত্রন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আল্যাঁ মোরভানি।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:গুয়াদলুপ-এ ফুটবল টেমপ্লেট:গুয়াদলুপীয় ফুটবল লিগ