গুয়াতেমালার ভাষা

স্পেনীয় ভাষা গুয়াতেমালার সরকারি ভাষা।[১] এখানে প্রায় ২০টির মত আদিবাসী আমেরিকান ভাষা প্রচলিত; জনসংখ্যার প্রায় অর্ধেক এগুলিতে কথা বলেন। অনেক আদিবাসী আমেরিকান ভাষা আবার বেশ কিছু প্রধান প্রধান উপভাষাতে বিভক্ত, যেগুলির মধ্যে পারস্পরিক বোধগম্যতা কম। প্রধান আদিবাসী ভাষাগুলির মধ্যে আছে কিচে ভাষা, কাকচিকেল ভাষা, কেক্‌চি ভাষা এবং মাম ভাষা।

গুয়াতেমালার ভাষা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "What Languages Are Spoken In Guatemala?"WorldAtlas (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা