গুন্থার

অস্ট্রিয়ান পেশাদার কুস্তিগীর

ওয়াল্টার হ্যান (জন্ম ২০শে আগস্ট ১৯৮৭) একজন অস্ট্রিয়ান পেশাদার কুস্তিগির। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই- তে স্বাক্ষর করেছেন , যেখানে তিনি রিং নাম গুন্থারের অধীনে ব্র্যান্ডে অভিনয় করেন। তিনি ইম্পেরিয়াম স্টেবলের নেতা, একজন প্রাক্তন এক সময়ের এবং সর্বকালের সবচেয়ে দীর্ঘতম ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন

গুন্থার
২০24 সালে গুন্থার
জন্ম নামওয়াল্টার হ্যান
জন্ম (1987-08-20) ২০ আগস্ট ১৯৮৭ (বয়স ৩৭)
ভিয়েনা, অস্ট্রিয়া
দাম্পত্য সঙ্গীজিনি (বি. ২০২৩)
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামবিগ ড্যাডি ওয়াল্টার
বিগ ভ্যান ওয়াল্টার
গা-চা-পিং গুন্থার
গুন্থার
ওয়াল্টার
ওয়াল্টার হ্যান
কথিত উচ্চতা৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার)[]
কথিত ওজন২৯৭ পাউন্ড (১৩৫ কিলোগ্রাম)[]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
ভিয়েনা, অস্ট্রিয়া
প্রশিক্ষকমাইকেল কোভাক
তাতসুহিতো তাকাইওয়া
তোমোহিরো ইশিই
অভিষেক২০০৫

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

স্বাধীন সার্কিটে থাকাকালীন ওয়াল্টার হ্যান ইংরেজ পেশাদার কুস্তিগির জিনি সান্ধুর সাথে দেখা করেছিলেন। তারা ২০২৩ সালে বিয়ে করেন।

ভিয়েনায় জন্ম ও বেড়ে ওঠা , ওয়াল্টার হ্যান তার স্থানীয় ফুটবল ক্লাব এসকে র‌্যাপিড ভিয়েনকে সমর্থন করে বড় হয়েছেন। তিনি বুন্দেসলিগাও অনুসরণ করেন এবং এফসি শালকে ০৪ এর একজন ভক্ত।

চ্যাম্পিয়নশিপ এবং অর্জন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Gunther WWE profile"WWE। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা