গিলেম দে ক্যাবেস্টনি

গিলেম দে ক্যাবেস্টনি (কাতালান: Guillem de Cabestany; কাতালান উচ্চারণ: [ɡiˈʎɛm kəβəsˈtaɲ]; ১১৬২–১২১২) একজন কাতালান প্রেমমূলক গীতিকার ছিলেন।[১] তিনি রৌসেলিনের ক্যাবেস্টানিতে জন্মগ্রহণ করেন। তিনি অনেকক্ষেত্রেই গিলহেম দে ক্যাবিস্টেইং, ক্যাবিস্ট্যাং, ক্যাবেস্টান বা ক্যাবেস্টান (আধ্বব: [ɡiˈʎɛm de kabesˈtaɲ]) প্রভৃতি পুরাতন অসিটীয় নামে পরিচিত।[১]

গিলেম দে ক্যাবেস্টনি
স্থানীয় নাম
গিলহেম দে ক্যাবিস্টেইং, ক্যাবিস্ট্যাং, ক্যাবেস্টান, ক্যাবেস্টান
জন্ম১১৬২
মৃত্যু১২১২
পেশাপ্রেমমূলক গীতিকার
ভাষাকাতালান
নাগরিকত্বকাতালান
সময়কালমধ্যযুগ
ধরনগীতি
বিষয়প্রেমমূলক

ভিডার উপাখ্যান অনুযায়ী, তিনি রৌসেলিন প্রাসাদের রেইমনের স্ত্রী সেরেমন্ডাকে (বা সোরেমন্ডা) ভালোবাসতেন। এটি জানার পরে রেইমন ক্যাবেস্টানের হৃদয় সেরেমন্ডাকে খাওয়ান। কি খেয়েছেন জানার পরে সেরেমন্ডা জানালা থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেন। গিওভানি বোচাসিও'র ডেকামেরন এবং এরজা পাউন্ডের ক্যান্টস থেকে এই উপাখ্যান জানা যায়। পরবর্তীতে এটি জর্জ বেঞ্জামিন এবং মার্টিন ক্রিম্পের রিটেন অন স্কিন (২০১২) অপেরা কাহিনীর অনুপ্রেরণা ছিল। আঞ্চলিক ঐতিহাসিক জুলস ক্যানোঞ্জের অভিমত অনুযায়ী ফোর্ড ম্যাডক্স ফোর্ডের বই প্রোভেন্স-এ ক্যাবেস্টনিকে একজন আদি প্রেমমূলক গীতিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Margarita Egan। The Vidas of the Troubadours। Garland Publishing। আইএসবিএন 0-8240-9437-9। সংগ্রহের তারিখ 1984  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)