গিয়াসউদ্দিন আহমদ (ভারতীয় রাজনীতিবিদ)

ভারতীয় রাজনীতিবিদ

গিয়াসউদ্দিন আহমদ (১৯ জানুয়ারী, ১৯২৭, নদীয়া) [১] ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ছিলেন মোহাম্মদ সামাদ আলীর ছেলে। তিনি কৃষ্ণনগর সরকারী কলেজ এবং ইউনিয়ন খ্রিস্টান প্রশিক্ষণ কলেজ থেকে বিএ (অনার্স) এবং বিটি ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি স্কুল শিক্ষক হিসাবে কাজ করেছেন। তিনি নদিয়া জেলা কংগ্রেস কমিটির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি ১৯৭২ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস (আর) প্রার্থী হিসাবে ছাপড়া আসন থেকে জিতেছিলেন। [২] তিনি ২৭,৫১৪ ভোট (৬০.৩৭%) পেয়েছিলেন। [২] ১৯৭৭ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি ছাপড়া আসন থেকে ৮,০৩৫ ভোট (১৪.3%%) পেয়ে হেরেছিলেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. West Bengal (India). Legislature. Legislative Assembly (১৯৭৪)। Who's who 1972: General Election, March 1972। West Bengal Legislative Assembly Secretariat। পৃষ্ঠা 24। 
  2. Election Commission of India. West Bengal 1972
  3. Election Commission of India. West Bengal 1977